ঢাকা ১১ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

মোস্তাফিজের ভুলে হেরেছে দিল্লি!

মোস্তাফিজের ভুলে হেরেছে দিল্লি!

আইপিএলে প্রথম জয়ের মঞ্চটা প্রায় তৈরি করে ফেলেছিল দিল্লি ক্যাপিটালস। দারুণ চেষ্টার পরেও ভেস্তে গেছে মোস্তাফিজের ১৯তম ওভারের খরুচে বোলিংয়ে। ম্যাচের পর দিল্লি অধিনায়ক ডেভিড ওয়ার্নার বলেছেন, বাংলাদেশি পেসারের দুটি ভুল ডেলিভারি ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে। চলমান মৌসুমে গতকাল প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন মোস্তাফিজ। নিজের শেষ ওভারে বাজে ডেলিভারিতে দলের পরাজয়ের কারণ হলেও ১৭তম ওভারে দিল্লিকে ম্যাচে ফিরিয়েছিলেন রোহিত শর্মার (৬৫) উইকেট তুলে। ১৭৩ রানের লক্ষ্যে টাইট বোলিং উপহার দিয়েছেন ১৫তম ওভারেও। দিয়েছেন মাত্র ২। সেই বাঁ-হাতি পেসারই নিজের শেষ ওভারে হয়ে যান খরুচে। ১৯তম ওভারে তার দুটি বলে ছয় মেরেছেন ক্যামেরন গ্রিন ও টিম ডেভিড। দিল্লি অধিনায়কের মতে, এই দুটি ডেলিভারিই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে। মুম্বাই শেষ বলে ম্যাচ জিতে নেয় ৬ উইকেটে। ওয়ার্নারের মূল্যায়ন, ‘দিনটা বাজেভাবে শেষ হয়েছে। তবে ছেলেরা চমৎকার খেলেছে। মোস্তাফিজের ওই দুটি ডেলিভারি ভুল ছিল। তবে ম্যাচে ফেরার চেষ্টায় আমরা ভালো করেছিলাম।’ সাবেক নিউজিল্যান্ড ক্রিকেটার সাইমন ডৌল অবশ্য ব্যাখ্যা করেছেন, কেন ওই দুটি বলে মোস্তাফিজ ছক্কা খেয়েছেন। ক্রিকবাজের পোস্ট ম্যাচ বিশ্লেষণে তিনি বলেছেন, ‘আসলে ১৯তম ওভারে মোস্তাফিজকে আনার সিদ্ধান্ত সঠিক ছিল। কিন্তু অন-সাইডে বাউন্ডারিটা ছোট হওয়ার পরও মোস্তাফিজ ব্যাটারের শরীরের কাছ দিয়ে বল মেরেছিলেন। এ কারণেই গ্রিন ও ডেভিড তাকে ছক্কা মারার সুযোগটা পেয়েছে।’

কাটার মাস্টার দুটি ডেলিভারিই স্লোয়ার অফ-কাটার করেছিলেন। এক্ষেত্রে ছক্কা খাওয়ায় মোস্তাফিজের দায়টা বেশি দেখছেন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি। তিনি মনে করেন, বাংলাদেশি এই তারকা খুব বেশি প্রেডিক্টেবল হয়ে গেছেন!

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত