ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিটিকে হুমকি দিয়ে রাখলেন টুখেল

সিটিকে হুমকি দিয়ে রাখলেন টুখেল

আন্তর্জাতিক ফুটবলে ৩-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর আবার গুছিয়ে নেয়া কঠিন; ঘুরে দাঁড়িয়ে প্রতিশোধ নেয়া তো বহুদূর। তবে টমাস টুখেল এখনই লড়াইয়ে শেষ দেখছেন না। বায়ার্ন মিউনিখ কোচ ঘোষণা দিলেন লড়াই চালিয়ে যাওয়ার। তার আশার সবচেয়ে বড় ভিত্তি, পরের লেগ নিজেদের মাঠে। ২০২১ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে টুখেলের কোচিংয়েই ম্যানচেস্টার সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল চেলসি। এবার কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পেপ গার্দিওলার দলের সঙ্গে পাত্তাই পায়নি টুখেলের বায়ার্ন, প্রথম লেগেই তিন গোলের ব্যবধানের জয়ে বলা যায় সেমি ফাইনালের কাছাকাছি সিটি। বায়ার্নের মাঠে পরের লেগের লড়াই আগামী বুধবার। একই সময়ে শুরু শেষ আটের আরেক ম্যাচে পর্তুগিজ ক্লাব বেনফিকার মাঠে ২-০ গোলে জিতেছে ইতালির দল ইন্টার মিলান। এই লড়াইয়ের ফিরতি লেগও মাঠে গড়াবে আগামী বুধবার, ইন্টারের মাঠে।

তবে ম্যাচের ফলকে ন্যায্য মনে করছেন না টুখেল। দলকেও তাই তিনি পরামর্শ দিচ্ছেন ফল থেকে চোখ সরিয়ে পারফরম্যান্সের ইতিবাচক দিকগুলোয় তাকাতে, ‘এই ম্যাচের ফলাফলে ছেলেদের গুরুত্ব দিতে দেব না আমি। এই ফল আমাদের প্রাপ্য ছিল না, গোটা ম্যাচের গল্প ফুটে উঠছে না এতে। ম্যাচে অনেক কিছুই আমরা ভালোভাবে করেছি। যদিও সেই ইতিবাচক দিকগুলোয় নজর দেয়া কঠিন হবে এমন ফলের পর। তবে সাহস ও দারুণ মানসিকতা নিয়ে খেলেছি, যথেষ্ট মানসম্পন্ন ছিল আমাদের খেলা।’ এমন হারের হতাশা অবশ্য লুকাননি তিনি, এমন বড় ব্যবধান ঘুচিয়ে দেওয়ার চ্যালেঞ্জও জানেন। তবে মুষড়ে না পড়ে লড়াইয়ের ঘোষণা দিয়ে রাখলেন বায়ার্ন কোচ, ‘অবশ্যই সবাই হতাশ। তবে আমাদের অনুভূতি মিশ্র। ছেলেদের সঙ্গে কথা বলেছি আমি এবং তাদের মনে হচ্ছে না যে ৩-০ হওয়ার মতো খেলেছে তারা। তবে বাস্তবে এটা ৩-০, এখান থেকে ঘুরে দাঁড়ানো অনেক অনেক বড় চ্যালেঞ্জ। তবে আমরা হাল ছাড়ব না। লড়াই করব। জার্মানিতে ঘরের মাঠে খেলা মানে জার্মানিতে ঘরের মাঠে খেলা। খেলা শেষে ড্রেসিং রুমে ফেরার আগ পর্যন্ত শেষ বলে কিছু নেই।’

ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে প্রতিপক্ষের একের পর এক আক্রমণ সামলাতে গিয়ে রক্ষণে অসংখ্য ভুল করল বায়ার্ন। সেই সুযোগ কাজেও লাগাল ম্যান সিটি। চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে অধিকাংশ সময় চাপ ধরে রেখে বড় জয় তুলে নেয় গার্দিওলার দল। রদ্রির গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন বের্নার্দো সিলভা। পরে আর্লিং হলান্ডের লক্ষ্যভেদে সেমি ফাইনালে ওঠার সম্ভাবনা জোরাল হয় সিটির। বল দখলে কিছুটা এগিয়ে থাকা জার্মান দলটি দ্বিতীয়ার্ধের শুরুতে জোর চেষ্টা চালায় ঘুরে দাঁড়াতে। বেশ কিছু ভালো সুযোগও তৈরি করে তারা; কিন্তু পারেনি কাজে লাগাতে। দ্বিতীয় গোল খাওয়ার পর আর সেভাবে পেরে ওঠেনি তারা।

প্রতিপক্ষের মাঠে খেলতে যাওয়া নিয়েও রদ্রির মনে কাজ করছে না কোনো ভীতি। দ্বিতীয় লেগকে ‘আরেকটি ফাইনাল’ ধরে টুখেলের দলকে আক্রমণ করার পরিকল্পনা স্প্যানিশ মিডফিল্ডারের, ‘আমরা মনে করি না, আমাদের কাজ শেষ হয়েছে। অবশ্যই, আমরা জানি ফিরতি লেগের ম্যাচ খেলতে কোথায় যাব। বায়ার্ন সম্পর্কে আমরা জানি। প্রথম লেগের ভালো ফল এবং আমরা নিজেদের পারফরম্যান্সে খুশি। এর বেশি কিছু ভাবছি না। আমরা প্রিমিয়ার লিগে লেস্টার সিটির মুখোমুখি হব এবং যখন ফিরতি লেগে তাদের মাঠে বায়ার্নের মুখোমুখি হব, ম্যাচটিকে ধরে নিতে হবে আরেকটি ফাইনাল। পরের ধাপে যেতে হলে ওই ম্যাচটিও জয়ের চেষ্টা করতে হবে। রক্ষণাত্মক ফুটবল খেলা যাবে না।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত