প্রিমিয়ার লিগে গোপালগঞ্জ এফসি

চ্যাম্পিয়নশিপ লিগে রানার্সআপ হয়ে প্রিমিয়ার লিগে উঠেছে দলটি

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

দুই মৌসুম আগে সরাসরি পেশাদার ফুটবল লিগের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে খেলতে এসেছিল গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব। প্রথম আসরে চতুর্থ হয়েই সন্তুষ্ট থাকলেও এ বছর চ্যাম্পিয়নশিপ লিগ থেকে রানার্সআপ হয়ে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর প্রিমিয়ার লিগে উঠেছে দলটি। প্রিমিয়ার লিগের আগামী মৌসুমেই দেখা যাবে পদ্মার ওপারের দলটিকে। কমলাপুর স্টেডিয়ামে আগের ম্যাচে তারা ১-০ গোলে হেরে গেছে লিটিল ফ্রেন্ডস ক্লাবের কাছে।

চলমান চ্যাম্পিয়নশিপ লিগে চ্যাম্পিয়ন হয়ে আবার প্রিমিয়ারে জায়গা করে নিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। যদিও ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বাফুফে এলিট একাডেমি। তবে তাদের বাইলজ অনুযায়ী এই দলটির উত্তরন কিংবা অবনমন হবে না। মূলত চ্যাম্পিয়নশিপ লিগকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতেই এই দলটিকে খেলাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। চ্যাম্পিয়নশিপ লিগ থেকে ব্রাদার্সের পরই রানার্সআপ হয়ে সর্বোচ্চ আসরে যাচ্ছে গোপালগঞ্জ এসসি। ১৮ ম্যাচে ১১ জয় এক ড্র ও ছয় হারে তাদের পয়েন্ট ৩৪। চ্যাম্পিয়নশিপ লিগের চেয়ে প্রিমিয়ার অনেক পেশাদার, প্রতিদ্বন্দ্বিতামূলক এবং আভিজাত্যপূর্ণ। প্রিমিয়ারে উঠার পর অবশ্য বিষয়টি নিয়ে ভাবতে শুরু করেছেন ক্লাবের থিংকট্যাংকরা। ম্যানেজার এসএম মামুন অর রশিদের কথা, ‘আমরা এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি প্রিমিয়ার লিগে খেলার জন্য। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামকে হোম ভেন্যু হিসাবে রয়েছে। সেখানে আমাদের একটি ক্লাবটেন্টও রয়েছে। ভালোমানের দেশি ও বিদেশি ফুটবলার টানতে বাড়তি খরচ নির্বাহের জন্য ক্লাবের সভাপতি ও প্রধানমন্ত্রীর এপিএস-২ গাজী হাফিজুর রহমান লিকু এবং সাধারন সম্পাদক নজরুল ইসলাম হিরা ভাই ফান্ড তৈরীর কাজ শুরু করে দিয়েছেন। প্রিমিয়ারে খেলতে যা প্রয়োজন তার জন্য ক্লাবে বেশ ক’জন বড়মাপের বিনিয়োগকারীও খোঁজা হচ্ছে।’