৫০ এলিট ফুটবলারে চোখ সৌদির

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

২০৩০ বিশ্বকাপের বিড ধরতে চায় সৌদি আরব। বিশ্বের শীর্ষ পর্যায়ের ফুটবলার সৌদি প্রো লিগে খেললে দেশটির ফুটবল ও ফুটবল অবকাঠামো সম্পর্কে বিশ্ব ধারণা পাবে, যা তাদের বিশ্বকাপের আয়োজক স্বত্ব পেতে সহায়তা করবে বলে মনে করছে সৌদি ফুটবল কর্তৃপক্ষ। তাই চলতি বছর মোটা অঙ্কের বেতনে ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে ভিড়িয়েছে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর। লিওনেল মেসিকে কেনার প্রস্তাব দিয়েছে আল হিলাল। শীর্ষ পর্যায়ের তারকা খ্যাতি সম্পন্ন আরও ৫০ ফুটবলারকে সৌদি লিগে ভেড়াতে চায় সৌদি আরব। আন্তর্জাতিক গণমাধ্যম ইএসপিএন দাবি করেছে, আগামী গ্রীষ্মকালীন দলবদলের মৌসুমে সৌদি প্রো লিগের পরিকল্পনা ইউরোপের শীর্ষ পাঁচ লিগ অর্থাৎ ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, জার্মানি ও ইতালির লিগের কিছু তারকা ফুটবলার কেনা।