ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ঢাকায় আন্তর্জাতিক তায়কোয়ান্দো

ঢাকায় আন্তর্জাতিক তায়কোয়ান্দো

করোনা মহামারির সময়ে ভার্চুয়ালি দুটি আন্তর্জাতিক আসরের আয়োজন করেছিল বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশন। এবার প্রথমবারের মতো সরাসরি আন্তর্জাতিক তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপের আয়োজন করছেন কর্তারা। যার পোশাকি নাম ‘প্রথম বঙ্গবন্ধু ওপেন আন্তর্জাতিক তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ’। ১৯-২১ অক্টোবর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অনুষ্ঠিত হবে আসরটি। প্রথম আসরে চার থেকে পাঁচটি দেশের অংশগ্রহণ থাকবে এই টুর্নামেন্টে। যদিও এরই মধ্যে আটটি দেশের সঙ্গে কথা হয়েছে বলে জানান তায়কোয়ান্দো ফেডারেশনের সাধার সম্পাদক মাহমুদুল ইসলাম রানা। দেশগুলো হলো- সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, ভুটান, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। রানার কথায়, ‘এই আটটিসহ ১০ দেশের সঙ্গে আমাদের কথা চলছে। এখান থেকে হয়তো কয়েকটি দেশ রাজি হবে। সব ঠিক থাকলে চার থেকে পাঁচটি দেশের অংশগ্রহণে আমরা এই টুর্নামেন্টের আয়োজন করব।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত