ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জোড়া তৃপ্তি বাবরের

জোড়া তৃপ্তি বাবরের

আগের ম্যাচে দল বড় ব্যবধানে জিতলেও রান পাননি বাবর আজম। দ্বিতীয় ম্যাচে সেই আক্ষেপও ঘুচে গেল। অধিনায়কের ব্যাট থেকে এলো দারুণ এক সেঞ্চুরি। তার নাম উঠে গেল রেকর্ড বইয়ে। নিউ জিল্যান্ডকে আরও একবার হারিয়ে সিরিজ জয়ের পথেও এগিয়ে গেল পাকিস্তান। সব মিলিয়ে বাবরের কাছে এটি প্রাপ্তিতে টইটম্বুর ম্যাচ। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ সিরিজের সিরিজের দ্বিতীয় ম্যাচে লাহোরে শনিবার ৩৮ রানের জয় পায় পাকিস্তান। ১১ চার ও ৩ ছক্কায় ৫৮ বলে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলেন বাবর। মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে গড়েন ৯৯ রানের উদ্বোধনী জুটি। ২০ ওভারে পাকিস্তান তোলে ১৯২ রান। রান তাড়ায় কিউইরা যেতে পারে ১৫৪ পর্যন্ত।

আগের দিন সিরিজের প্রথম ম্যাচে ৮৮ রানে জিতেছিল পাকিস্তান। সেদিন বাবর আউট হয়ে গিয়েছিলেন ৯ রানে। এ দিন ইনিংস শুরু করতে নেমে তিনি ব্যাট করেন শেষ পর্যন্ত। শেষ ওভার শুরুর সময় তার রান ছিল ৮৪। জিমি নিশামের করা ওভারের প্রথম বলে তিনি সিঙ্গেল নেন। পরের বলে এক রান নেন ইফতিখার আহমেদ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত