নির্বাচনি প্রক্রিয়া হকি-ব্যাডমিন্টনে

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশ হকি ফেডারেশন ও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচনী কার্যক্রম শুরু করেছে। দুটি ফেডারেশনের নির্বাচনের জন্য কমিশন গঠন করেছে এনএসসি। কমিশন সভা করে নির্বাচনের দিনক্ষণ ঠিক করবে। হকির নির্বাচনের জন্য গঠন করা হয়েছে তিন সদস্যের কমিশন, এই তিনজন হলে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক অর্থ, পাক্ষিক ক্রীড়া জগতের সম্পাদক ও জাতীয় ক্রীড়া পরিষদের হিসাবরক্ষণ কর্মকর্তা। ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচনের জন্য গঠিত কমিশনের তিনজন হলেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক প্রশাসন, জাতীয় ক্রীড়া পরিষদের উপ-পরিচালক (ঢাকা) ও জাতীয় ক্রীড়া পরিষদের আইন কর্মকর্তা।

হকি ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের ২৯ এপ্রিল। আগামী ৫ মে শেষ হবে হকির বর্তমান নির্বাচিত কমিটির মেয়াদ।