ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

তীব্র গরমে লিগ

ডিপিএল নিয়ে ‘নতুন’ ভাবনা

ডিপিএল নিয়ে ‘নতুন’ ভাবনা

তীব্র দাবদাহে পুড়ছে দেশ। খোলা জায়গায় কয়েক মিনিট দাঁড়ানো যেখানে কঠিন, সেখানে তীব্র গরমে ঢাকা প্রিমিয়ার লিগ খেলছেন ক্রিকেটাররা। তীব্র গরমে খেলতে কষ্ট হলেও মুখ বুঝে সহ্য করছেন তারা। ‘এই গরমে বাইরে বের হওয়া যায়? আমাদের পঞ্চাশ ওভার দাঁড়িয়ে থাকতে হয় মাঠে। ব্যাটিংয়ের কথা বাদই দিলাম। না খেলেও উপায় নেই’- ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ নিয়ে বলছিলেন জাতীয় দলের এক ক্রিকেটার। তিনি নাম প্রকাশে অনিচ্ছুক হয়ে গরমের কথা জানালেও আবাহনীর কোচ ও বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন রাখঢাক রাখেননি, বরং প্রশ্ন রেখেছেন, ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসরটি কেন গরমে হবে? বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, ভবিষ্যতে গরমের কথা তারা মাথায় রাখবেন।

সীমাবদ্ধতার কথা শিকার করেই সুজন জানিয়েছেন প্রিমিয়ার লিগে এগিয়ে আনা যায় কিনা সেই চিন্তা-ভাবনার কথা। গতকাল বিকেএসপিতে ম্যাচ শেষে আবাহনী কোচ সুজন বলেন, ‘গরমে খেলা খুব কঠিন, সন্দেহ নেই। ছেলেরা বারবার অভিযোগ করছে, গরমে খেলা কঠিন। কিছু করার নাই, দিন শেষে গরমে খেলতে হয়।’ তিনি জানিয়েছেন বিকল্প ভাবার কথা, অর্থাৎ এগিয়ে আনা যায় কিনা। তার কণ্ঠে ফুটে ওঠে প্রিমিয়ার লিগের গুরত্বের কথা, ‘প্রিমিয়ার লিগ ক্যালেন্ডারে কেন জানি এই সময়ে হয়। অথচ এটি বাংলাদেশের ক্রিকেটে ওয়ান অব দ্য বেস্ট টুর্নামেন্ট। প্রিমিয়ার লিগ বাংলাদেশের বড় টুর্নামেন্ট, বিপিএলের চেয়ে এগিয়ে রাখি। হয়তো বা টিভিতে দেখায় না, কিন্তু আপনি টিমগুলোর বাজেট দেখেন, বাজেটও বেশি থাকে বড় দলগুলোর। খুব গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট। একটু আগে শুরু করে, গরমের আগে শেষ করতে পারি।’

বিসিবির ক্যালেন্ডার অনুযায়ী প্রিমিয়ার লিগে মার্চ থেকে হয়ে থাকে। কখনো তীব্র গরম আবার কখনো পড়তে হয় বৃষ্টির মুখে। এবার গরম আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে, বৃষ্টি শুরুর দিকে বাঁধা দিলেও পরে বাঁধা হয়ে দাঁড়ায়নি। ক্রিকেটারদের অভিযোগ, আপত্তির মুখে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস টুর্নামেন্টটি এগিয়ে আনার ব্যাপারে ভাবছে। সিসিডিএম নভেম্বর-ডিসেম্বরের দিকে শুরু করতে চাইছে। এমন আলাপ-আলোচনা নিজেদের মধ্যে করেছে সিসিডিএম। সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন বলেন, ‘আমরা কয়েকদিন ধরে উপলব্ধি করতেছি, গরম না এই সময়ে তো বৃষ্টিও হতে পারত। এসব চিন্তা ভাবনা করে আগামী দিনের কথা ভাবতেছি, এগিয়ে এনে কীভাবে নভেম্বর-ফেব্রুয়ারির মধ্যে করা যায় বেশ কয়েক দিন ধরে আলোচনা চলছে। এখনও সিদ্ধান্ত নেইনি, এখনো প্রাথমিক পর্যায়ে।’

আলোচনা চললেও বাস্তবতা কঠিন। বছরের শেষ দিকে বিসিবি জাতীয় লিগ, বাংলাদেশ ক্রিকেট লিগের মতো টুর্নামেন্ট আয়োজন করে থাকে। বছরের শুরুতে আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সুজন যতই বলুন না কেন, বিপিএলের আগে প্রিমিয়ার লিগ, কিন্তু বোর্ডের কাছে বিপিএলের গুরুত্বটাই বেশি। সবকিছু মিলিয়ে এগিয়ে প্রিমিয়ার লিগ এগিয়ে আনা কঠিন, তবে সিসিডিএম ক্রিকেটারদের কথা বিবেচনা করে চেষ্টা করছে নতুন সূচি ঠিক করার। ঈদের পর ৩০ এপ্রিল বা ১ মে শুরু হতে পারে সুপার লিগ। সিসিডিএমের আজকের বৈঠকে এটির চূড়ান্ত সিদ্ধান্ত হবে। গরম কিংবা বৃষ্টির বাধা এলেও এই মৌসুমে সূচি পরিবর্তনের কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছেন আলী হোসেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত