ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ইংলিশ প্রিমিয়ার লিগ

কী হলো আর্সেনালের?

কী হলো আর্সেনালের?

তাহলে শুরু হয়ে গেল ‘চোকিং?’ প্রত্যাশার চাপে ভেঙে পড়া? নাকি পেছন থেকে ধাওয়া করতে থাকা ম্যানচেস্টার সিটির চোখরাঙানি দেখে নিজেদের হারিয়ে ফেলা! আর্সেনালকে ঘিরে এখন প্রশ্নের ঝড়। পরপর দুই ম্যাচে ২ গোলে এগিয়ে যাওয়ার পর ড্র করলে সংশয়গুলো অস্বাভাবিক নয়। তবে প্রশ্নগুলোকে পাত্তা দিচ্ছেন না কোচ মিকেল আর্তেতা। আর্সেনাল কোচের মতে, নিজেদের বড় ভুলের খেসারতই দিতে হচ্ছে দলকে, কোচের আক্ষেপ একই ভুলের পুনরাবৃত্তি নিয়ে। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে গত রোববার ওয়েস্ট হ্যামের মাঠে খেলা শুরুর ১০ মিনিটের মধ্যে গাব্রিয়েল জেসুস ও মার্টিন ওডেগোর গোল করে এগিয়ে নেন আর্সেনালকে। কিন্তু ২-০ গোলের ব্যবধান ধরে রাখতে পারেনি আর্তেতার দল। প্রথমার্ধে একটি গোল শোধ করে দেয় ওয়েস্ট হ্যাম। দ্বিতীয়ার্ধেই শুরুর দিকেই তারা ফেরে সমতায়। এর মধ্যে আর্সেনালের হয়ে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন বুকায়ো সাকা। আর গোল করতে পারেনি আর্সেনাল। লিগে আগের ম্যাচেও লিভারপুলের মাঠে ২-০ তে এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত ড্রয়ে শেষ করেছিল আর্সেনাল। পরপর এই দুই ড্রয়ের পর আর্সেনাল এখন চলে এসেছে ম্যানচেস্টার সিটির একদম নাগালে। সিটি পরের ম্যাচ জিততে পারলেই ব্যবধান হবে স্রেফ ১! আগামী ২৬ এপ্রিল সিটির মাঠে আর্সেনালের চ্যালেঞ্জ তো বাকি আছেই। ওয়েস্টহ্যামের সঙ্গে ২-২ গোলে ড্র করার ফলে ৩১ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৭৪। এক ম্যাচ কম খেলে, ৩০ ম্যাচে ম্যানসিটির পয়েন্ট ৭০। সিটি পরের ম্যাচ জিতলে সমান ৩১ ম্যাচে তাদের পয়েন্ট হবে ৭৩। সে ক্ষেত্রে আর্সেনালের সঙ্গে ব্যবধান দাঁড়াবে মাত্র ১ পয়েন্টের। ৫৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ম্যানইউ। আর্সেনাল যখন লিগে অনেকটা ব্যবধানে এগিয়ে ছিল, তখনও তাদেরকে নিয়ে অনেকের সংশয়টা ছিল। লিগের শেষ দিকে প্রত্যাশার চাপ বাড়লে এবং ম্যানচেস্টার সিটি ছন্দে থাকলে সেই চাপ আর্সেনালের এই তরুণ দলটি নিতে পারবে কি না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত