মাঠ ও রোদকে দুষলেন জাভি

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

মাঠের অবস্থা ভালো ছিল না। বল সেখানে থমকে গেছে বারবার। শুধু পায়ের নিচে নয়, প্রতিবন্ধকতা ছিল মাথার ওপরও। চকচকে রোদে খেলে অভ্যস্ত নয় দল! গেতাফের বিপক্ষে ড্রয়ের পর এসবকেই কারণ হিসেবে দাঁড় করালেন শাভি এর্নান্দেস। বার্সেলোনা কোচের অবশ্য দাবি, এসবের কোনোটিই অজুহাত নয়। লা লিগার ম্যাচে সোমবার গেতাফের মাঠে গোলশূন্য ড্র করে বার্সেলোনা। আগের ম্যাচে জিরোনার বিপক্ষেও তাদের ম্যাচের ফল ছিল একই। ২০০৫ সালের পর প্রথমবার লিগে এই অভিজ্ঞতা হলো তাদের। ম্যাচের ৬৭ শতাংশ সময় বল ছিল বার্সেলোনার দখলে।