ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শ্রীলঙ্কার রেকর্ড গড়া জয়

শ্রীলঙ্কার রেকর্ড গড়া জয়

শ্রীলঙ্কার বিপক্ষে এটা ছিল আয়ারল্যান্ডের প্রথম টেস্ট। সে হিসেবে ঐতিহাসিক। এমন ঐতিহাসিক টেস্টে বিরাট ব্যবধানে হার মেনেছে আইরিশরা। গল টেস্টের তৃতীয় দিনেই তারা ইনিংস ও ২৮০ রানের ব্যবধানে হেরেছে। অথচ বাংলাদেশের বিপক্ষে ঢাকা টেস্টে দারুণ লড়াই করেছিল আইরিশরা। টেস্টে ইনিংস ব্যবধানে এটি শ্রীলঙ্কার সবচেয়ে বড় জয়। এর আগে ২০০৪ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ও ২৫৪ রানের জয় ছিল তাদের সবচেয়ে বড়। এছাড়া ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে মিরপুরে তারা ইনিংস ও ২৪৮ রানে জিতেছিল। চার সেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার করা ৫৯১ রানের জবাবে আয়ারল্যান্ড প্রথম ইনিংসে অলআউট হয় ১৪৩ রানে। এরপর ফলোঅন করতে নেমে দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ১৬৮ রানে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত