শ্রীলঙ্কার রেকর্ড গড়া জয়

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

শ্রীলঙ্কার বিপক্ষে এটা ছিল আয়ারল্যান্ডের প্রথম টেস্ট। সে হিসেবে ঐতিহাসিক। এমন ঐতিহাসিক টেস্টে বিরাট ব্যবধানে হার মেনেছে আইরিশরা। গল টেস্টের তৃতীয় দিনেই তারা ইনিংস ও ২৮০ রানের ব্যবধানে হেরেছে। অথচ বাংলাদেশের বিপক্ষে ঢাকা টেস্টে দারুণ লড়াই করেছিল আইরিশরা। টেস্টে ইনিংস ব্যবধানে এটি শ্রীলঙ্কার সবচেয়ে বড় জয়। এর আগে ২০০৪ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ও ২৫৪ রানের জয় ছিল তাদের সবচেয়ে বড়। এছাড়া ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে মিরপুরে তারা ইনিংস ও ২৪৮ রানে জিতেছিল। চার সেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার করা ৫৯১ রানের জবাবে আয়ারল্যান্ড প্রথম ইনিংসে অলআউট হয় ১৪৩ রানে। এরপর ফলোঅন করতে নেমে দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ১৬৮ রানে।