চ্যাম্পিয়ন্স লিগের আশায় লিভারপুল

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

হতাশায় ভরা মৌসুমে লিভারপুলের জন্য আনন্দময় ব্যতিক্রমী এক রাত! মোহাম্মদ সালাহ ও দিয়েগো জতার জোড়া গোলে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে সোমবার রাতে গোল উৎসব করেছে লিভারপুল, ছন্দময়, আগ্রাসী ও দাপুটে ফুটবলে ৬-১ গোলে হারিয়েছে লিডস ইউনাইটেডকে। এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা জেগেছে অলরেডদের, ৩০ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার আটে আছে লিভারপুল। তাদের ঠিক ওপরে থাকা ব্রাইটনের পয়েন্ট এক ম্যাচ কম খেলে ৪৯। চারে থাকা নিউক্যাসল ইউনাইটেডের চেয়ে ক্লপের দল পেছনে আছে ৯ পয়েন্টে। লিগে ম্যাচ বাকি আর ৭টি, ম্যাচগুলোতে লিভারপুল আর পয়েন্ট না হারালে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পেতেও পারে তারা। লিভারপুলের পরের ম্যাচ শনিবার নিজেদের মাঠে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে। এই মৌসুমে তো তৃপ্তির ঢেকুর তোলার অবকাশ খুব একটা পাননি ইয়ুর্গেন ক্লপ। এই ম্যাচের পর লিভারপুল কোচের উচ্ছ্বসিত উপলব্ধি, সব দিক থেকেই এই মৌসুমে তাদের সেরা ম্যাচ এটি। ম্যাচ শেষে ইয়ুর্গেন ক্লপ বলেছেন, ‘নিউ ক্যাসেল বাকি ম্যাচ জিততে পারে, আমরাও আমাদের সব ম্যাচ জিততে পারি। সেক্ষেত্রে কোনো চান্স নেই। কোনো কিছু পরিবর্তনও হবে না। তবে আমাদের সেরা ফুটবল খেলতে হবে, সেটা করতে পারলে ফল পাব, তারপর দেখব যে মৌসুম শেষে আমাদের অবস্থান কোথায় থাকে।’ সব প্রতিযোগিতা মিলিয়ে ছয় ম্যাচ পর জয়ের দেখা পেল লিভারপুল। এমনিতে অনেক সময় জয়ের পরও কিছু আক্ষেপ-খামতি থাকে।