ঢাকা ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রেসলারের ভূমিকায় রোনালদো!

রেসলারের ভূমিকায় রোনালদো!

ঘরের মাঠে আল হিলালের বিপক্ষে পাত্তাই পায়নি আল নাসর। দলের সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো নামের প্রতি সুবিচার করতে পারেননি। পুরো ম্যাচে ছিলেন নিষ্প্রভ, সেই সঙ্গে রেসলারদের মত ফাউল করে দেখেছেন হলুদ কার্ড। তার ব্যর্থতার দিনে দল হেরেছে ২-০ গোলে। হারে আল নাসরের শিরোপা জেতার স্বপ্ন এখন হুমকির মুখে। এ ম্যাচ শেষে আল নাসরের পয়েন্ট ২৪ ম্যাচে ৫৩। এক ম্যাচ কম খেলে ২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইত্তিহাদ। লিগের বাকি ছয় ম্যাচ দিয়ে এ পার্থক্য মিটিয়ে চ্যাম্পিয়ন হওয়া বেশ কঠিন আল নাসরের জন্য।

দলের হারের দিনে এমন অদ্ভুত ফাউল করে সমালোচনায় বিদ্ধ পর্তুগিজ তারকা। হয়তো বল দখল না করার হতাশা থেকেই এমনটা করেছেন রোনালদো।

ঘটনাটি ঘটেছে দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে। রোনালদো বলের দখল নেওয়ার সময় আকস্মিকভাবেই গুস্তাভো কুয়েলাকে জাপটে ধরেন। তারপর রেসলারদের মতো পেছনে সজোরে টেনে বসিয়ে দেন মাটিতে। ঘটনায় হতবাক সকলে। রেফারি মাইকেল ওলিভার হলুদ কার্ড বের করতে ভুল করেননি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত