ঢাকা ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কবে ফিরছেন তাসকিন

কবে ফিরছেন তাসকিন

চোট পিছু ছাড়ছেই না তাসকিন আহমেদের, চোটের কারণে ছিটকে গেছেন ইংল্যান্ড সফর থেকে। আয়ারল্যান্ড সিরিজে সাইড স্ট্রেইনের চোটে পড়ে মাঠের বাইরে চলে গেছেন তাসকিন। কবে নাগাদ মাঠে ফিরবেন তার নিশ্চয়তা নেই এখনও। চোট পাওয়ার পর তাকে তিন সপ্তাহের বিশ্রামে পাঠানো হয়, যে সময়সীমা শেষ হবে ঈদের পর। এর পরই জানা যাবে, কবে নাগাদ মাঠে ফিরবেন তাসকিন। বিসিবির মেডিক্যাল টিমের পরামর্শে তিন সপ্তাহের বিশ্রামে আছেন তাসকিন। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘তাসকিনের আঘাতের প্রায় দুই সপ্তাহ হতে চলল। তিন সপ্তাহ পর পুনর্বাসন প্রক্রিয়া শুরু করব। অর্থাৎ ঈদের পর রিভিউ করব।’ গ্রেড ওয়ান সাইড স্ট্রেইনের ইনজুরি থেকে সেরে উঠতে খুব বেশি সময় লাগে না। দেবাশীষ চৌধুরী বলেন, ‘সাধারণত এ ধরনের সাইড স্ট্রেইন থেকে মাঠে ফিরতে কতদিন লাগবে তা তিন সপ্তাহের বিশ্রামের পরই বলা যায়। স্ট্রেইনটা গ্রেড ওয়ান। ঈদের পর তিন সপ্তাহ শেষ হবে, এরপর আরো সপ্তাহখানেক লাগবে। তিন সপ্তাহ পর কেমন উন্নতি হচ্ছে, এটা দেখে তারপর বলতে পারব চোটের অবস্থা কী।’ ফলে ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সুপার লিগের অন্তর্গত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ সে সিরিজেও দর্শক হিসেবেই দেখতে হচ্ছে তাকে।

চোটের কারণে ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজ খেলতে পারেননি ব্যাটসম্যানর জাকির হাসান। সে সিরিজ খেলতে না পারলেও চোট থেকে দ্রুত সেরে উঠছেন তিনি। ঈদের পর পূর্ণ সুস্থ হলে তাকে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠেয় আয়ারল্যান্ড সিরিজের স্ট্যান্ডবাই হিসেবে রাখা হতে পারে। কিংবা খেলানো হতে পারে প্রিমিয়ার লিগের সুপার লিগ পর্বে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত