ঢাকা ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

তুরস্কে পুষ্পিতা আশিকের রেকর্ড

তুরস্কে পুষ্পিতা আশিকের রেকর্ড

তুরস্কে ওয়াল্ড কাপ স্টেজ-১ খেলতে গিয়ে জাতীয় রেকর্ড গড়েছেন বাংলাদেশর দুই আরচ্যার মোহাম্মদ আশিকুজ্জামান ও পুষ্পিতা জামান। তুরস্কের আনতালিয়ায় কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টের কোয়িলিফিকেশন রাউন্ডে ২৬টি দলের মধ্যে বাংলাদেশ ১৩৮৪ স্কোর করে ২১তম হয়। ২০১৯ সালে জাতীয় আরচ্যারিতে ১৩৮২ স্কোর করে জাতীয় রেকর্ড গড়েছিলেন মিঠু রহমান ও সুস্মিতা বনিক। আন্তালিয়ায় সেই রেকর্ড ভেঙ্গে মোহাম্মদ আশিকুজ্জামান ও পুস্পিতা জামান ১৩৮৪ স্কোর করে নতুন করে গড়লেন রেকর্ড। ২১ এপ্রিল মিশ্র দলগত ইভেন্টের ইলিমিনেশন রাউন্ডের ১/১২ খেলায় বাংলাদেশ (মোহাম্মদ আশিকুজ্জামান ও পুস্পিতা জামান) চাইনিজ তাইপের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কম্পাউন্ড পুরুষ এককে কোয়ালিফিকেশন রাউন্ডে ৮৬ আরচারের মধ্যে ৪৬তম হন বাংলাদেশর আশিকুজ্জামান। বাছাইয়ে ৭২টি তীর ছুড়ে ৭২০ এর মধ্যে ৭০১ স্কোর করেন তিনি। অন্যদিকে নারী এককে পুস্পিতা জামান ৬৮৩ স্কোর করে ৪৮তম হন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত