ঢাকা ০৬ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

স্পেনকে হারাল বাংলাদেশ

স্পেনকে হারাল বাংলাদেশ

আরচারি বিশ্বকাপ স্টেজ-১এ রিকার্ভে পুরুষ দলগতে কোয়ার্টার ফাইনালে বিদায় নিয়েছে বাংলাদেশ, হাকিম আহমেদ রুবেল, সাগর ইসলাম ও রামকৃষ্ণ সাহাকে নিয়ে গড়া দল ৬-২ সেটে হেরেছে চীনের কাছে। সব মিলিয়ে ১৯৭২ স্কোর করে ২৮টি দলের মধ্যে হয়েছে দশম। বাংলাদেশ ইলিমিনেশন রাউন্ডের ১/১২ খেলায় ৬-২ সেটে ইউক্রেনকে, প্রি-কোয়ার্টার ফাইনালে ৬-২ সেটে স্পেনকে হারায়।

পুরুষ একক ইভেন্টে ইলিমিনেশন রাউন্ডের ১/৬৪ খেলায় বাংলাদেশের মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ৬-৪ সেটে স্লোভেনিয়ার ‘আর্নেজ লুকাকে হারায় ১/৩২ খেলায় উন্নীত হন, সাগর ইসলাম ৭-৩ সেটে কলম্বিয়ার ‘আর্কিলা সান্তিয়াগোকে হারিয়ে ১/৩২ খেলায় উন্নীত হন, রামকৃষ্ণ সাহা ও তুরস্কের ‘তুমার উলাসের সাথে ১ম পর্যায়ে ৫-৫ সেটে ড্র হয়। পরবর্তীতে উভয়ে ১টি করে তীর ছুড়ে রামকৃষ্ণ সাহার স্কোর হয় ৮ ও তুমার উলাসের স্কোর হয় ৯। শেষ তীরের ফলের ভিত্তিতে রামকৃষ্ণ ৫-৬ সেটে হারেন। আব্দুর রহমান আলিফ ০-৬ সেটে আমেরিকার ‘মিরিখ জ্যাকসনের নিকট হারেন। আজ ১/৩২ খেলায় হাকিম আহমেদ রুবেল জাপানের ‘নাকানিশি জুন্যার বিপক্ষে ও সাগর ইসলাম ইন্দোনেশিয়ার ‘পাঙ্গেসতু আরিফের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রিকার্ভ মহিলা একক ইভেন্টে ইলিমিনেশন রাউন্ডের ১/৬৪ খেলায় দিয়া সিদ্দিকী ০-৬ সেটে মলদোভার ‘মিরকা আলেকজান্দ্রার নিকট পরাজিত হন। এর আগে ১৩৩জন আরচ্যারের মধ্যে হাকিম আহমেদ রুবেল ৭২টি তীর ছুড়ে ৭২০ এর মধ্যে ৬৭০ স্কোর করে নবম হন, সাগর ইসলাম ৬৫৮ স্কোর করে ৩৬তম, রামকৃষ্ণ সাহা ৬৪৪ স্কোর করে ৭৫তম, আব্দুর রহমান আলিফ ৬৪০ স্কোর করে ৮৬তম হন। রিকার্ভ মহিলা সেকশনে কোয়ালিফিকেশন রাউন্ডে ১০৫ জন আরচ্যারের মধ্যে দিয়া সিদ্দিকী ৭২টি তীর ছুড়ে ৭২০ এর মধ্যে ৬২০ স্কোর করে ৭৬তম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত