ঢাকা ০৬ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মালয়েশিয়াকে সাফে আমন্ত্রণ

মালয়েশিয়াকে সাফে আমন্ত্রণ

সাফ চ্যাম্পিয়নশিপকে আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে দক্ষিণ এশিয়ার বাইরে সৌদি আরবকে আমন্ত্রণ জানানো হয়েছিল, এখনো সাড়া মেলেনি। তাই এবার মালয়েশিয়াকে আমন্ত্রণ জানাতে চায় সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। দক্ষিণ এশিয় ফুটবলের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘আজ (বৃহস্পতিবার) পর্যন্ত শ্রীলঙ্কার জন্য অপেক্ষায় ছিলাম আমরা। কিন্তু ফিফার নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়ায় আমরা মালয়েশিয়াকে আমন্ত্রণ জানানোর কথা ভাবছি। আগামীকাল (আজ) এ সংক্রান্ত একটি চিঠি মালয়েশিয়ান ফুটবল ফেডারেশনে আমরা পাঠাব।’

সৌদি আরবকে আমন্ত্রণের প্রসঙ্গে সাফের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা সৌদি আরবের মূল দলকেই চাই। সভাপতিসহ নির্বাহী কমিটিরও এমনই চাওয়া। সৌদি আরবের অংশগ্রহণের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে ঈদের ছুটির পর।’ ২১ জুন ভারতের বেঙ্গালুরুতে শুরু হবে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপখ্যাত সাফ চ্যাম্পিয়নশিপ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত