ঈদের ছুটি ক্রীড়াঙ্গনে

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

আজ বাদে কাল ঈদুল ফিতর (চাঁদ দেখা সাপেক্ষে)। অফিস-আদালত বন্ধ। এরই মধ্যে লাখ লাখ মানুষ রাজধানী ছেড়ে নিজ নিজ গ্রামের বাড়ি গেছেন। ঈদের আমেজ বিরাজ করছে দেশজুড়ে। ক্রীড়াঙ্গনও এর বাইরে নয়। রমজান উপলক্ষ্যে এমনিতেই ক্রীড়াঙ্গন ছিল নীরব। ঈদুল ফিতরের জন্য বেশ কিছুদিন মাঠে গড়াবে না কোনো খেলাধূলা। যুব এশিয়া কাপ হকির জন্য মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এতদিন চলছিল যুব হকি দলের ক্যাম্প। গতকাল বৃহস্পতিবার থেকে ছুটি পেয়েছেন হকি খেলোয়াড়রা। কাল বিকালে অনুশীলনের পর শিষ্যদের ঈদের ছুটি দিয়েছেন কোচ মামুন উর রশিদ। চার দিন ছুটির পর মঙ্গলবার থেকে ফের অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন হকি খেলোয়াড়রা। ঈদের ছুটিতে ফুটবলাঙ্গনও। সপ্তাহে একদিন করে চলছিল ফেডারেশন কাপের খেলা। ১৮ এপ্রিল তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ঈদের ছুটির কারনে ১৩ দিন পর ২ মে থেকে চতুর্থ কোয়ার্টার ফাইনালের মধ্য দিয়ে ফের মাঠে গড়াবে ফুটবল। যদিও বুধবার চ্যাম্পিয়নশিপ লিগের শেষ খেলা অনুষ্ঠিত হয়েছে। ঈদের ছুটির আমেজ চলমান প্রিমিয়ার লিগ ফুটবলেও।