মেসি-রোনালদো যুগ শেষ!

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

দেড় দশকেরও বেশি সময় ধরে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল প্রেমে বুদ করে রেখেছেন কোটি কোটি ভক্তদের। তাদের নাম উঠতেই পৃথিবী দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কেউ আর্জেন্টাইন জাদুকর মেসির ভক্ত। কেউ পর্তুগালের সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর অনুসারী। জাতীয় দলের পাশাপাশি বিভিন্ন ক্লাবে খেলায় তাদের ভক্ত, অনুসারীর সংখ্যা দিনকে দিন বড়ই হয়েছে। শুধু মাঠ নয়, মাঠের বাইরে নানা ইস্যুতে তারা ছিলেন আলোচনায়। দুজনের তারকা খ্যাতিকে তাই আলাদা করা গেছে খুব কম সময়ই। তবে তাদের এই ঐশ্বর্যপূর্ণ সময়ের অবসান হয়েছে বলে মনে করছেন ইংলিশ ফুটবলার ওয়েন রুনি। তার দাবি, মেসি ও রোনালদো যুগের সময় শেষ। এখন আর্লিং হালান্ড, কিলিয়েন এমবাপ্পেদের যুগ। তারাই সামনের ১০ বছর রাজত্ব করবে বলে মনে করেন রুনি।

২২ বছর বয়সি হালান্ড গত গ্রীষ্মে ৫ কোটি ১০ লাখ পাউন্ডে বরুশিয়া ডর্টমুন্ড থেকে যোগ দেওয়ার পর ম্যানচেস্টার সিটির হয়ে দারুণ পারফর্ম করছেন, চলতি মৌসুমে ক্লাবের হয়ে এ পর্যন্ত ৪২ ম্যাচ খেলে ৪৮ গোল করেছেন, যার ৩২টিই প্রিমিয়ার লিগে। ফ্রান্সের এমবাপ্পে দুটি বিশ্বকাপে দেখিয়েছেন কতটা তুখোড় সে। ফ্রান্স লিগের তার জয়জয়কার। এ দুইজনকেই ফুটবলের ভবিষ্যৎ মনে করছেন রুনি। দ্য টাইমসের কলামে ন হালান্ডের প্রশংসা করে ওয়েইন রুনি লিখেছেন, ‘এ মুহূর্তে সে বিশ্বের সেরা ফুটবলার। লিওনেল মেসি সর্বকালের সেরা, কিন্তু এ মুহূর্তে কেউই হালান্ডের চেয়ে ভালো খেলছে নাৃসে যে পর্যায়ে পৌঁছেছে, তাতে আমি বিস্মিত। যে পরিমাণ গোল সে করছে, যে পারফরম্যান্স সে মেলে ধরছে এবং যে মানসিকতা দেখাচ্ছে, তাতে সে বিশ্বসেরা। আপনারা যদি দেখতে চান ব্যালন ডি’অরকে জিতবে, তাহলে হালান্ডকেই দেখবেন। চলতি মৌসুমে যে পারফরম্যান্স সে করছে, সে কারণে। তার সামর্থ্য দেখলে শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। যেভাবে তার নামের পাশে গোল সংখ্যা যুক্ত হচ্ছে তাতে বোঝাই যায় সে সেরা।’ রুনি লিখেন, ‘২৬৪ ম্যাচে ২২৪ গোলের পরিসংখ্যানই একজন খেলোয়াড়ের ধরন বোঝায়, যার মান পড়ে যায়নি। আমরা মেসি ও রোনালদোর যুগ দেখেছি। এখন তার (হালান্ড) সময়, হালান্ড ও এমবাপের যুগ। যখন তাদের মতো মেধা চারপাশে থাকে, তখন তাদের খেলা আপনাকে উপভোগ করতে হবে- এমনকি হালান্ডের গায়ে সিটির জার্সি থাকার পরও। যদিও আমি একটা বিষয়ে ভুল ছিলাম; বলেছিলাম, প্রিমিয়ার লিগে প্রতি ম্যাচে একটি করে গোল করার সামর্থ্য আছে হালান্ডের এবং প্রকৃতপক্ষে ২৮ ম্যাচে সে ৩২ গোল করে ফেলেছে!’

হালান্ডের মধ্যে মেসি ও রোনালদোর ছায়া দেখতে পান রুনি, ‘তার মধ্েয বিশেষ কিছু অবশ্যই আছে। সে মাঠে নামেই গোল করার জন্য। যেমনটা মেসি ও রোনালদো করেছেন ১৫ বছর ধরে। আমি নিশ্চিত করে বলতে পারি অন্তত ১০ বছর হ্যালান্ড ফুটবল অঙ্গন রাজত্ব করবে।’