ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

খরা কাটালেন জামাল

খরা কাটালেন জামাল

ফাইনাল রাউন্ডে দুটি আন্ডার ৭০ স্কোরে ৪ বছরের শিরোপা খরা কাটালেন গলফার জামাল হোসেন (৩৩-৩৬-৬৯-৭০); ভারতে ১ কোটি রুপির ইভেন্ট আহমেদাবাদ ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন। ২০১৯ সালের পর প্রথম ও ক্যারিয়ারের চতুর্থ পিজিটিআই টাইটেল জিতলেন জামাল। এই জয়ে টাটা স্টিল পিজিটিআই র‌্যাঙ্কিংয়ে ২১তম স্থান থেকে ১৬ ধাপ লাফিয়ে পাঁচে উঠে গেছেন তিনি। চ্যাম্পিয়ন হওয়ার পর ৩৮ বছর বয়সী জামাল বলেছেন, ‘আমি আমার ওয়েজেস ও চিপ শট খেলেছি দারুণভাবে। খারাপ শুরুর পরও আমি আত্মবিশ্বাস ফিরে পেলাম। তারপর শুধু খেলাতেই মনোনিবেশ করেছিলাম। আমি এই জয়ের জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছিলাম।’ সাফল্যের পেছনে যাদের সমর্থন, তাদের প্রতি কৃতজ্ঞ জামাল, ‘আমার হোম কোর্স কুর্মিটোলা গলফ ক্লাব ও বাংলাদেশ গলফ ফেডারেশনকে তাদের অকুণ্ঠ সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। আমার স্পন্সরের প্রতিও কৃতজ্ঞতা জানাই ১৪ বছর ধরে তারা আমাকে সমর্থন দিয়েছে। আমার পরিবার ও বন্ধুরাও আমাকে অনেক উৎসাহ দিয়ে গেছে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত