সতর্কিত হচ্ছেন রুমানা

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আজ কলম্বো যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দু’দল। ওয়ানডে সিরিজটি আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত। এ বছরের ব্যস্ত সূচির কথা মাথায় রেখে সফরের ১৬ সদস্যের দল থেকে দুই সিনিয়র খেলোয়াড় সালমা খাতুন ও রুমানা আহমেদকে বিশ্রাম দেয়ার কথা বলেছেন বিসিবির নারী শাখার নির্বাচক মনজুরুল ইসলাম। তবে রুমানা মনে করছেন, তাকে বিশ্রাম দেয়া হয়নি, বাদ দেয়া হয়েছে। বিয়ষটি নিয়ে টিম ম্যানেজমেন্ট নিয়ে কটাক্ষ করেছেন তিনি। সেজন্য ঈদের পরে তাকে তলব করেছে বিসিবি।

বিসিবির নির্বাচক প্রক্রিয়া নিয়ে প্রথমবার কটাক্ষ করায় তাকে মৌখিকভাবে সতর্ক করা হবে বলেও জানানো হয়েছে। বিসিবির নারী শাখার চেয়ারম্যান সাইফুল আলম চৌধুরী নাদেল ক্রিকবাজকে বলেছেন, ‘ব্যাখ্যা জানতে চেয়ে কয়েক দিনের মধ্যে আমরা তাকে কল করবো। যেহেতু প্রথমবার সে এমনটা বলেছে, আমরা তাকে মৌখিকভাবে সতর্ক করব।’তিনি জানিয়েছেন, রুমানার বিবৃতি তিনি দেখেছেন। সিনিয়দের থেকে এমন মন্তব্য তারা প্রত্যাশা করেন না। ভবিষ্যতে যেন অন্যরা এমন আচরণ না করে সেজন্য তারা বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখবে বলে জানিয়েছে। ২০১১ সালে জাতীয় দলে অভিষেকের পর রুমানা প্রথমবার বাদ পড়েছেন। ২০১৮ সালে মালয়েশিয়ায় নারীদের এশিয়া কাপ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। বাদ পড়া নিয়ে রুমানা বলেন, ড্রেসিংরুমে সিনিয়রদের ভালো চোখে দেখা হয় না। রুমানা বলেন, ‘এটা বাংলাদেশের ক্রিকেটে নতুন কিছু নয়, স্বাভাবিক বিষয়। অনেক দিন ধরেই চলে আসছে, এখন জুনিয়রদের সময়- এই ভাইভ উঠেছে। আমার মনে হয়, আমাদের এখানে সিনিয়দের ঠিক মতো সম্মান দেখানো হয় না।