অপেক্ষা সৌদি ও মালয়েশিয়ার

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে এবার শ্রীলঙ্কার জন্য অপেক্ষা করা হয়েছিল। কিন্তু ফিফার সাসপেনশন প্রত্যাহার না হওয়ায় এখন আর সেই সুযোগ নেই। ২১ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত সাফে আপাতত দক্ষিণ এশিয়ার ছয়টি দেশ থাকছে। এরই সঙ্গে অতিথি দেশ হিসেবে সৌদি আরব ও মালয়েশিয়ার সাড়া পাওয়ার অপেক্ষায় সার্ফ। ২০ এপ্রিল পর্যন্ত শ্রীলঙ্কার জন্য অপেক্ষা করা হয়েছিল। কিন্তু লঙ্কানদের ফুটবলে কোনো সুখবর মিলেনি। সাসপেনশন বহাল থাকায় এবারের সাফে তাদের খেলার সুযোগ নেই। সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল জানান, ‘শ্রীলঙ্কা এবার খেলছে না। আমরা সৌদি আরব ও মালয়েশিয়াকে আমন্ত্রণ জানিয়েছি। তবে এখনো কোনো সাড়া পাইনি।