না ফেরার দেশে টেনিসের রাজা

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

১৯৭২ সালে বাংলাদেশ টেনিস ফেডারেশন প্রতিষ্ঠিত হলেও এদেশে খেলাটার পরিচিতি ধনী পরিবারের খেলা’ নামে। প্রয়াত রাস্ট্রপতি জেনারেল এরশাদ প্রায়ই রমনাস্থ জাতীয় টেনিস কোর্টে খেলতেন। নব্বই দশকেও টেনিসের পরিচিতি ধনী পরিবারের খেলা হিসেবে। আশির দশকে যারা টেনিস খেলতেন, তাদের একজন শোভন জামালী, বেশ নামণ্ডযশ পেয়েছিলেন দেশের ক্রীড়াঙ্গনে। মূলত বাবা ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ হাসান জামালীর হাত ধরেই টেনিসে জড়ানো শোভনের। এরপর দীর্ঘ সময় ঘরের কোর্টে রাজত্ব করা এবং জাতীয় চ্যাম্পিয়ন হওয়া।

বাংলাদেশ জাতীয় দলের হয়ে ১৯৮৬ সাল থেকে শুরু করে ১৯৯৯ সাল পর্যন্ত মোট ১০বার ডেভিস কাপ খেলেছেন নির্ভরশীল খেলোয়াড় হিসেবে। ৫৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলে জিতেছেন ২৫ টিতে। খেলা ছেড়ে দেওয়ার পর অস্ট্রেলিয়ায় থিতু হয়েছিলেন। দেশের টেনিসের এক সময়ের রাজা শোভন জামালী কোলন ক্যান্সারে আক্তান্ত হয়ে গতকাল ক্যানবেরায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। অস্ট্রেলিয়ার ক্যানবেরাতেই তার দাফন করা হবে বলে টেনিস ফেডারেশনের মাধ্যমে জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে।

শোভন জামালীর মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ টেনিস ফেডারেশন।