ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শচীনের শহরে যুবারা

শচীনের শহরে যুবারা

প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের গত মৌসুমের সেরা ক্রিকেটারদের বাছাই করে নানা ধাপ পেরিয়ে তৈরি হয়েছে জাতীয় অনূর্ধ্ব-১৬ দল, কম্বাইন্ড স্কুল দল। স্বপ্নযাত্রায় সঙ্গী হয়েছেন ১৬ ক্রিকেটার। তাদের মধ্যে নয়জন গত বছর প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে সরাসরি অংশ নিয়েছেন। এই ক্রিকেটাররা ভারতের ব্যাটিং গ্রেট শচিন টেন্ডুলকার যে মাঠে খেলেছেন, সেই জিমখানা মাঠে খেলবে। গতকাল বুধবার শচীনের শহর মুম্বাইয়ে পৌঁছে গেছেন দেশের আগামীর ক্রিকেটাররা। সফরে মুম্বাই অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে দুটি তিনদিনের ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচ খেলবে অনূর্ধ্ব-১৬ দল। তিন দিনের ম্য্যাচ দুটি শুরু হবে ২৮ এপ্রিল ও ৩ মে। ৮, ৯ ও ১১ মে হবে তিনটি ওয়ানডে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত