ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

তামিমরা সিলেট যুক্তরাষ্ট্রে সাকিব

তামিমরা সিলেট যুক্তরাষ্ট্রে সাকিব

আইসিসি ওয়ানডে সুপার লিগের তিন ওয়ানডে খেলবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। সিরিজটির আয়োজক ইংল্যান্ডের এসেক্স কাউন্টি, ৯, ১২ ও ১৪ মে ম্যাচ তিনটি হবে চেমসফোর্ডের ক্লাউডি কাউন্টি গ্রাউন্ডে। বাংলাদেশের জন্য এই সিরিজটি তেমন গুরুত্বপূর্ণ না হলেও আয়ারল্যান্ডের জন্য বাঁচা-মরার লড়াই। বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারাতে পারলে ওয়ানডে সুপার লিগে ৩০ পয়েন্ট নিয়ে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে আইরিশরা, ব্যবধান ৩-০ এর কম হলে জুনে জিম্বাবুয়ের বিপক্ষে বাছাই খেলবে। ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ ছাড়িয়ে আরো দূরে তাকিয়ে আছেন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। প্রতিপক্ষ ও ফলাফল নিয়ে দুর্ভাবনায় আটকে থাকতে চান না তিনি। কন্ডিশন যাই হোক না কেন, বাংলাদেশের প্রধান কোচের লক্ষ্য দলের সার্বিক উন্নতি। এবার দৃষ্টিসীমা প্রসারিত করে নতুন ছক আঁকছেন হাথুরুসিংহে। কারণ, সামনে দেশের বাইরে অনেক টেস্ট ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। আইরিশদের বিপক্ষে সিরিজের জন্য নিজেদের ঝালাই করে নিতে তিন দিনের অনুশীলন ক্যাম্পের জন্য গতকাল সন্ধ্যায় সিলেট গেছেন তামিম ইকবালের নেতৃত্বাধীন ওয়ানডে দল। দৃষ্টি আপাতত আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজে। তবে হাথুরুসিংহের ভাবনার গভীরে আছে দেশের বাইরে সামনে সব সিরিজ। প্রতিপক্ষ ও ফল নিয়ে দুভার্বনা প্রশ্রয় দিতে চান না তিনি। বাংলাদেশ কোচের চাওয়া, সব কন্ডিশনে সব পরিস্থিতিতে ভালো পারফর্ম করার জায়গায় যেন পৌঁছাতে পারে দল। সেখানকার উইকেট ও কন্ডিশনের সঙ্গে বাংলাদেশের মধ্যে সিলেটের মিলই সবচেয়ে বেশি পেয়েছেন হাথুরুসিংহে। সেকারণে অনুশীলন ক্যাম্পের জন্য ওই ভেন্যুকে বেছে নেয়া হয়েছে। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের কাছে তিনি বলেছেন, ‘আমরা যখন সিলেটে খেললাম, মনে হলো, ইংল্যান্ডের উইকেটের সঙ্গে এখানকার কয়েকটি উইকেটের মিল রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত