মানিক-মহির পদত্যাগ

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

আর্থিক অনিয়ম ও অসঙ্গতিতে বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে ২ বছরের নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। সোহাগের নিষেধাজ্ঞার পর বাফুফে খানিকটা নড়েচড়ে বসেছিল। জরুরি সভায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিয়োগের পাশাপাশি ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। সেই কমিটির প্রথম সভার আগেই বাফুফের দুই সহ-সভাপতি বাফুফের অন্যতম সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক ও মহিউদ্দিন আহমেদ মহি ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে পদত্যাগপত্র দিয়েছেন বলে ফেডারেশনের নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। তাদের পদত্যাগপত্রের বিষয়টি আগামী ২ মে বাফুফে সাধারণ নির্বাহী সভায় আলোচনা হওয়ার কথা রয়েছে। বাফুফের দুই সহ-সভাপতি পদত্যাগ করায় তদন্ত কমিটির ভবিষ্যৎ প্রশ্নের সম্মুখীন। বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিনের ঘনিষ্ঠভাজন আতাউর রহমান ভূঁইয়া মানিক ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বলে এক সূত্রে জানা গেছে। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেও ফুটবল ফেডারেশনের আরেক সূত্রের খবর, সর্বশেষ জরুরি সভায় তিনি ফিফা থেকে শোকজ পাওয়া দুই ফিন্যান্স এক্সিকিউটিভের অব্যাহতি চেয়েছিলেন।

তাদের অব্যাহতি না দিয়ে ফিফার সুদীর্ঘ রিপোর্টের পর আবার তদন্ত কমিটি গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য মানিকের কাছে স্পষ্ট নয় বলে জানা গেছে ফেডারেশনের বিশ্বস্ত সূত্রে। কমিটি থেকে পদত্যাগ করার সুস্পষ্ট কারণ সম্পর্কে মানিকের সঙ্গে যোগাযোগ করলে তিনি কোনো আনুষ্ঠানিক বক্তব্য দিতে অপরাগতা প্রকাশ করেন। ব্যক্তিগত কাজে দেশের বাইরে (দুবাইয়ে) অবস্থান করছেন বাফুফের এই সহ-সভাপতি। অন্যদিকে আরেক সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহীও এই বিষয়ে মন্তব্য করতে চান না।