ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ওমানের প্রস্তুতি দিল্লি-হরিয়ানায়

ওমানের প্রস্তুতি দিল্লি-হরিয়ানায়

আগামী ২৩ মে ওমানে শুরু হচ্ছে জুনিয়র এশিয়া কাপ, সেখানে সেমিফাইনাল খেলতে চায় বাংলাদেশ। তাতে মিলবে বিশ্বকাপের টিকিট। তারই প্রস্তুতির জন্য গেল রাতে ভারত গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। দিল্লি ও হরিয়ানায় ক্যাম্প করে ১২টি ম্যাচ খেলে সেখান থেকে ১৭ মে ওমান যাবে। ২৩ মে থেকে ১ জুন পর্যন্ত ওমানে হবে জুনিয়র এশিয়া কাপ। ১০ দলের টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ওমান ও উজবেকিস্তান। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, জাপান, থাইল্যান্ড এবং চাইনিজ তাইপে।

‘ওমানে অনুষ্ঠেয় যুব এশিয়া কাপের সেমিফাইনালে খেলতে পারলেই যুব বিশ্বকাপে কোয়ালিফাই করবে বাংলাদেশ। সেই লক্ষ্য নিয়েই আমরা ভারতে কন্ডিশনিং ক্যাম্প করে ওমানে যুব এশিয়া কাপ খেলতে যাব’, গতকাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে জানান যুব হকি দলের কোচ মামুন উর রশিদ। উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক একেএম মুমিনুল হক সাঈদ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত