সালাহর রেকর্ড ভাঙলেন হালান্ড

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

ম্যানচেস্টার সিটির নরওয়েজীয় তারকা আর্লিং হালান্ড যেন একটি গোলমেশিন! একের পর এক গোল করে যাচ্ছেন এই ফরোয়ার্ড। আর্সেনালের বিপক্ষে গোল করে হালান্ড ভাঙলেন ইংলিশ প্রিমিয়ার লিগে এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ড। প্রিমিয়ার লিগ ৩৮ ম্যাচের মৌসুমে রূপান্তরিত হওয়ার পর এক মৌসুমে ব্যক্তিগত সর্বোচ্চ গোলের রেকর্ড এতদিন ছিল লিভারপুলের মোহামেদ সালাহর, যা নিজের করে নিয়েছেন হালান্ড। রেকর্ডটা যে তিনি নিজের করে নেবেন তা যেন অবধারিত ছিল। অপেক্ষা ছিল শুধু সময়ের। সেই অপেক্ষাও ফুরোল। প্রিমিয়ার লিগ ৩৮ ম্যাচের মৌসুমে রূপান্তরিত হওয়ার পর এক মৌসুমে ব্যক্তিগত সর্বোচ্চ গোলের রেকর্ড এতদিন ছিল লিভারপুলের সালাহর, যা নিজের করে নিয়েছেন হালান্ড। সালাহর আগে রেকর্ডটি সম্মিলিতভাবে নিজেদের দখলে রেখেছিলেন অ্যালেন শিয়ারার, ক্রিস্টিয়ানো রোনালদো ও লুইস সুয়ারেস। তিনজনই করেছিলেন ৩১টি করে গোল। আর্সেনালের বিপক্ষে ম্যাচের অন্তিম মুহূর্তে করা হালান্ডের গোলটি ছিল এবারের মৌসুমে প্রিমিয়ার লিগে তার ৩৩তম। মোহামেদ সালাহর ৩২ গোলের রেকর্ড টিকল মাত্র ৫ বছর। ২০১৭-১৮ মৌসুমে লিভারপুলের হয়ে ৩৮ ম্যাচে ৩২ গোল করেছিলেন এই মিশরীয় ফরোয়ার্ড। হালান্ড ৩৩ গোল করেছেন মাত্র ২৯ ম্যাচ খেলে। চলতি মৌসুমে ৪৩ ম্যাচে ৪৯ গোল করেছেন হালান্ড, সঙ্গে আছে ৮টি অ্যাসিস্টও।