ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিঙ্গাপুরে হ্যাটট্রিক স্বপ্ন থুইনুর

সিঙ্গাপুরে হ্যাটট্রিক স্বপ্ন থুইনুর

সিঙ্গাপুরের জালান বেসার স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাই পর্বে শুরুটা দুর্দান্ত হয়েছে বাংলাদেশের। গত বুধবার ‘ডি’ গ্রুপে তুর্কমেনিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দেয়। ওই জয়ে জোড়া গোল করে দলের বড় জয়ে অবদান রেখেছিলেন স্ট্রাইকার থ্ইুনু মারমা। দল জিতলেও হ্যাটট্রিকের আকাঙ্ক্ষা অপূর্ণ থেকে যায় থুইনুর। তবে আগামী রোববার ‘ডি’ গ্রুপে স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে সেই আশা পূরণ করতে চান এই ফরোয়ার্ড। গতকাল বৃহস্পতিবার সকালে জালান বিসার স্টেডিয়ামে প্রায় দেড় ঘণ্টা রিকভারি ট্রেনিং সেশন শেষে এক ভিডিও বার্তায় থুইনু বলেন, ‘এএফসিতে প্রথমবার বাইরের দেশে খেলতে এসেছি। প্রথম ম্যাচে দুই গোল করতে পেরেছি। তা দলের কাজে লেগেছে। সেটিও আমার জন্য অনেক আনন্দের। আগামী ম্যাচে নিজের পারফরম্যান্সের আরো উন্নতি করতে চাই। ইচ্ছা আছে হ্যাটট্রিক করারও।’ তিনি যোগ করেন, ‘মাঠে এসে আমাদের উৎসাহিত করায় সিঙ্গাপুরের বাঙালি দর্শকদের ধন্যবাদ। শেষ ম্যাচে আরো দর্শকের দেখা পাওয়ার প্রত্যাশা করছি। সাফে আমরা যে অনুশীলনগুলো করেছি সেগুলো এখানে কাজে লেগেছে। সাফের ভুলগুলো এখানে না করার চেষ্টা করেছি।’

সহকারী অধিনায়ক জয়নব বিবি বলেন, ‘তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচটা খেলে অনেক ভালো লেগেছে। সিঙ্গাপুরেও এত বাংলাদেশি দর্শক থাকবে ভাবতে পারিনি। আশা করি পরের ম্যাচেও আরো বেশি দর্শক আমাদের সমর্থন জানাতে গ্যালারিতে চলে আসবেন।’ সহকারী কোচ মাহমুদা আক্তার অনন্যা জানালেন দলে তেমন সমস্যা নেই। স্ট্রাইকার প্রীতির পায়ের গোড়ালিতে ব্যথা হালকা ব্যথা থাকলেও এর মধ্যে সে ঠিক হয়ে যাবে, রোববারের ম্যাচে প্রীতি খেলবে।’ যোগ করেন, ‘আমাদের লক্ষ্য পরবর্র্তূী রাউন্ডে যাওয়া। ভালো ম্যাচ হবে। সব থেকে বড় কথা বিদেশের মাঠে এসে বাংলাদেশের দর্শকদের অনেক সমর্থন পেয়েছি। আগামী ম্যাচেও আরো সমর্থন পাব আশা করি। ভালো কিছু নিয়েই দেশে ফিরতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

তুর্কমেনিস্তানের বিপক্ষে তৃতীয় মিনিটেই মিলে গোলের দেখা, এরপর দাপুটে ফুটবলের পসরা মেলে গোল উৎসব করলেন বাংলাদেশের মেয়েরা। এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইয়ের প্রথম ধাপে উড়ন্ত শুরুর পর কোচ গোলাম রব্বানী ছোটনের কণ্ঠে তৃপ্তির ছোঁয়া। শুরুতেই প্রতিপক্ষকে চেপে ধরা বাংলাদেশ শেষ পর্যন্ত ধরে রাখে ম্যাচের লাগাম। ছোটনও তাই দলের খেলায় দারুণ খুশি। সবশেষ সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ভুলগুলো শুধরে নেয়ার ছাপও তিনি দেখছেন মেয়েদের খেলায়, ‘ম্যাচের শুরু থেকে দল ভালো খেলেছে। বিশেষ করে শুরু থেকে চাপ প্রয়োগ করে খেলার ধরনটা ছিল দেখার মতোই। সত্যি বলতে, মেয়েদের পারফরম্যান্স দেখে মুগ্ধ। প্রতিদিনই আমাদের মেয়েরা কঠোর অনুশীলন করে। জিমসহ সবকিছুই করে। দীর্ঘদিন ধরে তারা একসঙ্গে আছে। আর ঢাকায় সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে যে ভুলগুলো হয়েছিল, তা নিয়ে গত একমাস কাজ হয়েছে। গত বুধবারের ম্যাচে তারই প্রতিফলন দেখা গেছে।’ ম্যাচের আগে তুর্কমেনিস্তানকে হালকাভাবে না নেয়ার কথা বলেছিলেন ছোটন। একই ভাবনা নিয়ে মেয়েরাও মাঠে নামায় দারুণ জয় এসেছে বলে মনে করেন তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত