ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

লা লিগা সভাপতির পদত্যাগ দাবি

লা লিগা সভাপতির পদত্যাগ দাবি

বার্সেলোনাকে নিয়ে স্পেনের পাবলিক প্রসিকিউটর অফিসে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসের বিরুদ্ধে। এই বিষয়ে তেবাসকে জনসম্মুখে ব্যাখ্যা দিতে বলেছে কাতালান ক্লাবটি। একই সঙ্গে তার পদত্যাগের দাবিও তুলেছে তারা। অর্থের বিনিময়ে বার্সেলোনার রেফারিদের প্রভাবিত করার অভিযোগ নিয়ে স্পেনের ফুটবলে তোলপাড় চলছে গত ফেব্রুয়ারি থেকে। স্পেনের রেফারি কমিটির সাবেক ভাইস প্রেসিডেন্ট হোসে মারিয়া এনরিকেস নেগরেইরাকে বার্সেলোনার অর্থ দেওয়ার অভিযোগ তদন্ত করছে স্পেনের পাবলিক প্রসিকিউটর অফিস। স্পেনের গণমাধ্যম ‘লা ভানগার্ডিয়া’ খবর প্রকাশ করে, এই বিষয়ে প্রসিকিউটর অফিসে মিথ্যা তথ্য দিয়েছেন তেবাস। পরে এক বিবৃতিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় বার্সেলোনা, ‘আমরা কখনই ভাবতে পারিনি যে, তিনি (তেবাস) আমাদের দোষারোপ করার জন্য মিথ্যা প্রমাণ উপস্থাপন করবেন। আমরা চাই, লা লিগা সভাপতি জরুরিভাবে জনসম্মুখে ব্যাখ্যা দেবেন- লা লিগা সভাপতির মর্যাদা এবং সম্মানের কারণে তেবাসের তার পদ থেকে পদত্যাগ করা উচিত।’

১৯৯৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত স্পেনের রেফারিদের টেকনিক্যাল কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলেন নেগরেইরা। ২০০১ থেকে ২০১৮ সালের মধ্যে নেগরেইরার কোম্পানি ‘ডিএএসএনআইএল নাইন্টি ফাইভ’-কে বার্সেলোনার পক্ষ থেকে ৭৩ লাখ ইউরো দেয়ার অভিযোগ আছে। গত ফেব্রুয়ারিতে শুরুতে খবর বের হয়, ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে নেগরেইরার কোম্পানিকে ১৪ লাখ ইউরো দিয়েছে বার্সেলোনা। নেগরেইরার কোম্পানির কর নিরীক্ষণের পর স্পেনের পাবলিক প্রসিকিউটর অফিস ঘটনার তদন্ত করছে। প্রসিকিউটর অফিস গত মাসে বার্সেলোনা ও ক্লাবটির সাবেক দুই প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার কথা জানায়। পরে কাতালান ক্লাবটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানায় তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। ঘটনা খতিয়ে দেখতে এথিকস অ্যান্ড ডিসিপ্লিনারি পরিদর্শক নিয়োগ দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা উয়েফাও।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত