ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

৪০ বছর পর পদক প্রাপ্তি

৪০ বছর পর পদক প্রাপ্তি

স্যার অ্যালেক্স ফার্গুসনের অসংখ্য অর্জনে ভরপুর শোকেসে জায়গা পাচ্ছে আরেকটি পদক। স্কটিশ ক্লাব অ্যাবারডিনকে ইউরোপীয় প্রতিযোগিতায় শিরোপা এনে দেয়ার প্রায় চার দশক পর পদক পাচ্ছেন কিংবদন্তি এই কোচ। টানা ২৭ বছর ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব পালনের আগে ১৯৭৮ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত অ্যাবারডিনের কোচ ছিলেন ফার্গুসন। তার হাত ধরেই নিজেদের ইতিহাসের সেরা সাফল্য পায় স্কটিশ ক্লাবটি। ১৯৮৩ সালের মে মাসে ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে তারা জিতে তখনকার ইউরোপিয়ান কাপ উইনার্স কাপ, বর্তমানে যা ইউরোপা কাপের সমতুল্য। কিন্তু উয়েফার নিয়মে তখন শুধু একাদশের ১১ জন ও বদলি তালিকায় থাকা পাঁচ খেলোয়াড়কে পদক দেওয়া হয়েছিল। উয়েফা এখন আরও ছয়টি বাড়তি পদক দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই তালিকায় প্রথম নাম ফার্গুসনের। আগামী ১২ মে বিশেষ অনুষ্ঠানে এসব পদক দেয়া হবে। পদক প্রাপ্তিতে উচ্ছ্বসিত ৮১ বছর বয়সি ফার্গুসন, বলেছেন, ‘এই পদক প্রাপ্তি বড় সম্মানের এবং আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ, যারা এই সাফল্যের জন্য কঠোর পরিশ্রম করেছে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত