ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জুয়াড়িদের উৎসাহ দিচ্ছে আইসিসি!

জুয়াড়িদের উৎসাহ দিচ্ছে আইসিসি!

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, অধিকাংশ দলগুলোর জার্সিতেই দেখা মেলে বেটিং কোম্পানির লোগো। যে কারণে ক্রিকেটারদের বিপাকে পড়তে হয় প্রায়ই। ক্রিকেটারদের এমন দুশ্চিন্তামুক্ত করতে এবার বেটিং কোম্পানির লোগো ব্যবহারে অনুমতি দিল আইসিসি, এখন থেকে টেস্ট ও ওয়ানডের জার্সিতে বেটিং কোম্পানির লোগো ব্যবহার করতে পারবে আন্তর্জাতিক ক্রিকেট খেলা দলগুলো! তবে অনুমতি দেয়া হচ্ছে শুধু দ্বিপাক্ষিক সিরিজের জন্য। আইসিসির টুর্নামেন্টে বেটিং কোম্পানির লোগো ব্যবহারে নিষেধাজ্ঞা বহাল রাখছে আইসিসি। এমন খবর প্রকাশ করেছে ইংলিশ সংবাদমাধ্যম দ্য টাইমস, খবরে বলা হয়েছে, আইসিসি ইভেন্টে বেটিং কোম্পানির প্রচারণা চালানো যাবে না। তবে দলগুলো দ্বিপক্ষীয় সিরিজে তাদের জার্সিতে বেটিং কোম্পানির লোগো ব্যবহার করতে পারবে। দ্য টাইমসের খবরে বলা হয়, আইসিসি অনুমোদন দিলেও ইংল্যান্ড ক্রিকেট দলের পোশাকে বেটিং কোম্পানির লোগো ব্যবহার করবে না ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি), এটি তাদের দুর্নীতিবিরোধী নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক। ইসিবির গ্যাম্বলিং নীতিমালায় বোর্ডের সঙ্গে সংশ্লিষ্টদের বেটিংয়ে অংশ নেওয়া এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রলুব্ধ করা, প্ররোচিত করা, উৎসাহিত করা বা অন্য কোনো পক্ষকে কোনো ম্যাচ বা প্রতিযোগিতার ফলাফল, অগ্রগতি, আচরণ বা অন্য কোনো দিক সম্পর্কে বাজিতে প্রবেশে সহায়তা করায় নিষেধ আছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত