অজি মেয়েদের আয় মিলিয়নের ঘরে!

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের ঘোষিত নতুন আয় কাঠামো অনুযায়ী, পাঁচ বছর মেয়াদে দেশটির নারী ক্রিকেটারদের বেতন বাড়ছে ৫৩ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার বা ৩ হাজার ৮১৬ কোটি টাকা। নতুন এই মডেল অনুযায়ী, পাঁচ বছরে ৬৩৪ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার বন্টন করা হবে অস্ট্রেলিয়ার নারী ও পুরুষ ক্রিকেটারদের মধ্যে। এতে নারীদের বর্ধিত বেতন ২৬ শতাংশ ধরা হয়েছে। এতে করে একজন নারী ক্রিকেটার আগামী পাঁচ বছর প্রতি মৌসুমে কেন্দ্রীয় চুক্তি ও নারীদের বিগ ব্যাশ চুক্তি থেকে ৮ লাখ অস্ট্রেলিয়ান ডলার আয় করবেন।

বিজ্ঞাপন, নারীদের আইপিএল ও ইংল্যান্ডের দি হানড্রেড থেকে আয় মিলিয়ে কেন্দ্রীয় চুক্তিভুক্ত একজন অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটারের বার্ষিক আয় ১ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার বা ৮ কোটি ২০ লাখ টাকার মতো হবে বলে মনে করা হচ্ছে। এতে করে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটাররা দেশটির সবচেয়ে বেশি আয় করা নারী ক্রীড়াবিদ হচ্ছেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি বলেছেন, ‘এই মডেল নারীদের ক্রিকেটকে আরও এক ধাপ এগিয়ে নিতে বড় ভূমিকা রাখবে। বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া নারী দলের এই সম্মানি বৃদ্ধি এবং তাদের বিগ ব্যাশ চুক্তিতে সংস্কার আনা নারীদের ক্রিকেট উন্নয়নের উৎসাহ হিসেবে কাজ করবে। বৈশ্বিক ক্রিকেট উন্নয়নের সঙ্গে তাল মেলাতে বিগ ব্যাশকে আরো প্রতিযোগিতাপূর্ণ করার দিকেও আমাদের মনোযোগ দিতে হবে।’