ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

প্রেমিকার কারণে বরখাস্ত বায়ার্ন কোচ!

প্রেমিকার কারণে বরখাস্ত বায়ার্ন কোচ!

মৌসুমে নিজেদের শক্তিমত্তা অনুযায়ী খুব বেশি যে খারাপ করছিল মোটেও নয়, জুলিয়ান নাগলসম্যানের অধীনে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে বায়ার্ন মিউনিখ। ৮ ম্যাচের সব ক’টিতে জিতেছে, শেষ ষোলোর দুই লেগেই নাগলসমানের দল হারিয়েছে মেসি-এমবাপ্পেদের পিএসজিকে। আগামী মাসে শেষ আটে তাদের প্রতিপক্ষ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। কিন্তু বরুসিয়া ডর্টমুন্ডের পরে ১ পয়েন্ট পিছিয়ে বুন্দেস লিগায় দ্বিতীয় স্থানে রয়েছে বায়ার্ন। তাতেই চেলসি ও পিএসজির সাবেক ম্যানেজার থমাস টুখেলকে নিয়োগ দিয়েছে বায়ার্ন। সেপ্টেম্বরে চেলসির চাকরি হারানোর পর টুখেল কোনো ক্লাবের সঙ্গে সম্পৃক্ত হননি। পিএসজি ছাড়ার পর ২০১৫-১৭ সাল পর্যন্ত টুখেল ডর্টমুন্ডের দায়িত্বে ছিলেন। সেই ডর্টমুন্ডের বিপক্ষেই আগামী ১ এপ্রিল টুখেলের অধীনে প্রথম মাঠে নামতে যাচ্ছে বায়ার্ন।

তবে ৩৫ বছর বয়সি নাগলসম্যানকে নাগলসমানকে বরখাস্ত করার পেছনে নাকি ৩৫ বছর বয়সি কোচের প্রেমিকা দায়ী! আক্ষরিক অর্থেই এমনটি হয়েছে- দাবি সাবেক এক বায়ার্ন খেলোয়াড় মার্কাস বাবেলের। তার কাছে মূল কারণ নাগলসমানের সাংবাদিক প্রেমিকা লিনা ওরজেনবার্গার। নাগলসমানের সঙ্গে সম্পর্কের আগে জার্মান পত্রিকা ‘বিল্ড’র বায়ার্ন প্রতিনিধি হিসেবে কাজ করতেন লিনা। বায়ার্ন কোচের সঙ্গে সম্পর্ক হওয়ার পরই সেই চাকরি ছেড়ে দেন লিনা। কিন্তু দলের ড্রেসিংরুমেও নাগলসমানের ও লিনার সম্পর্ক নিয়ে কথা হতো বলে জানিয়েছেন বাবেল। সাবেক বায়ার্ন ও জার্মান ডিফেন্ডারের মতে, ‘আমি জানি লিনার সঙ্গে নাগলসমানের সম্পর্ক নিয়ে ড্রেসিং রুম খুশি ছিলো না। খেলোয়াড়রা ভীত ছিলো যে ওদের সব কথাই এখন সংবাদপত্রে প্রকাশ হয়ে যাবে। তাই তারা ঠিকমতো মনের কথা প্রকাশ করতো না।’ বায়ার্ন বোর্ড নাকি এই কারণেই নাগলসমানকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি বাবেলের। উল্লেখ্য, ৩৫ বছর বয়সী এই কোচকে ২০২৬ পর্যন্ত বেতন দিয়ে যাবে বায়ার্ন। এর মধ্যে অবশ্য নতুন ক্লাব খুঁজে পেলে সেই চুক্তি আর কার্যকর হবে না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত