এলপিএলের ড্রাফটে তিন বাংলাদেশি

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

৩০ জুলাই থেকে ২০ আগস্ট অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) চতুর্থ আসর। কোন দলে কে খেলবে, তা নির্ধারণ হবে ৪ জুন, নিবন্ধন ১৫ মে। তারই আগে ড্রাফটে জায়গা পাওয়া বিদেশি খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে আয়োজকরা, যেখানে ডোয়াইন ব্রাভো, কিয়েরন পোলার্ডদের মতো তারকার সঙ্গে রয়েছে তিন বাংলাদেশি ক্রিকেটারের নাম, সাকিব আল হাসান, লিটন দাস ও আফিফ হোসেন। পাঁচ দলের এই টুর্নামেন্টের ড্রাফটে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, নামিবিয়া ও ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা জায়গা পেয়েছেন।

কলম্বো ও ক্যান্ডির মাঠে শিরোপার জন্য লড়াই করবে কলম্বো, জাফনা, ক্যান্ডি, গল ও ডাম্বুলা। প্রতিটি দল একে অন্যের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে, সেরা চার দল প্লে অফে জায়গা করে নেবে।