সবার আগে খেলার মাঠ

প্রকাশ : ০১ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

দেশের আরো পাঁচটি ক্রীড়া ফেডারেশনকে অন্তর্ভুক্ত রেখে পূর্বাচলে প্রস্তাবিত শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট কমপ্লেক্সের নকশা চূড়ান্ত করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অনুরোধে কমপ্লেক্সে জুডো, কারাতে, উশু, স্নুকার ও ভারোত্তোলন ফেডারেশনের জন্য স্থাপনা নির্মাণ করে দেয়া হবে বলে গতকাল জানান বিসিবি গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ও স্টেডিয়াম নির্মাণসংক্রান্ত আহ্বায়ক কমিটির প্রধান মাহবুবুল আনাম। খেলা পরিচালনা ও ফেডারেশন কার্যালয়ের জন্য একটি সর্বজনীন ইনডোর করা হবে বলে জানায় বিসিবি। মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পাঁচটি ফেডারেশনকে ক্রিকেট কমপ্লেক্সে রাখার এ সিদ্ধান্ত।

বিসিবি নিজস্ব অর্থায়নে নির্মাণ করতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় ক্রিকেট কমপ্লেক্স। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন ৫০ থেকে ৬০ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম হবে পূর্বাচলে। অস্ট্রেলিয়ার পরামর্শক প্রতিষ্ঠান পপুলার্স এই কমপ্লেক্স নির্মাণের নকশা প্রণয়ন করছে। বিসিবি কর্মকর্তাদের সামনে দুটি নকশা উপস্থাপনও করেছে তারা। সেখান থেকে সেরাটি বেছে নিয়েছে বিসিবি। গতকাল পূর্বাচল স্টেডিয়ামের জায়গা পরিদর্শন শেষে আহ্বায়ক মাহবুবুল আনাম বলেন, ‘এখানে শুধু মাঠ না, একাডেমি ভবন, বিসিবির নিজস্ব (কার্যালয়) ভবন, একটি হোটেল (নকশায় রাখা হলেও পর্যায়ক্রমে পরে নির্মাণ করা হবে)। এ ছাড়া ক্রিকেটার্স ক্লাব ও একটি অতিরিক্ত মাঠ থাকবে। এর বাইরে পাঁচটি ফেডারেশনকে এখানে স্থাপনা দিচ্ছি। এনএসসি আমাদের অনুরোধ করেছে তাদের এখানে সংকুলান করা যায় কিনা। সে আলোকে পাঁচটি ফেডারেশনের জন্য একটি স্থাপনা নির্মাণ করে দেব।’ বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী জানান, এনএসসি থেকে অনেক (২৫টি) ফেডারেশনের তালিকা দেয়া হয়েছিল, সেখান থেকে পাঁচটি ফেডারেশনের জন্য আলাদা করে একটি ইনডোর করা হবে। মূলত যে খেলাগুলো একটি অবকাঠামো ব্যবহার করে জাতীয় ও আন্তর্জাতিক ইভেন্ট চালাতে পারবে, তেমন পাঁচটি ফেডারেশনকে বেছে নেওয়া হয়েছে। বিসিবি অবকাঠামো নির্মাণ করে দিলেও ক্রিকেট কমপ্লেক্সের বাইরে থাকবে ফেডারেশনগুলো। ক্রিকেটে স্টেডিয়ামের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো উইকেট। এই উইকেট তৈরিতে মাটির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজনে বিদেশ থাকা আনা হয় মাটি। প্রস্তাবিত শেখ হাসিনা স্টেডিয়ামের উইকেট দেশের মাটিতে তৈরি করবে বিসিবি।