ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দ্বিতীয় পর্বে বাংলাদেশ

বাংলাদেশ ৩ : ০ সিঙ্গাপুর
দ্বিতীয় পর্বে বাংলাদেশ

তুর্কমেনিস্তানকে বাংলাদেশের মেয়েরা হারিয়েছিল ৬-০ গোলে; স্বাগতিক মেয়েরা জিতেছিল ৭-০ ব্যবধানে। ফলে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাই পর্বে ডি গ্রুপ থেকে দ্বিতীয় পর্বে যেতে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশের মেয়েদের জন্য পরিণত হয়েছিল অলিখিত ফাইনালে, জিততেই হবে। খেলা অমীমাংসিত থাকলে গোলগড়ে টিকিট পাবে সিঙ্গাপুর। জালান বেসার স্টেডিয়ামে লক্ষ্য পূরণের মিশনে নেমে গতকাল মেয়েরা মেলল উপভোগ্য ফুটবলের পসরা। স্বাগতিকদের বিপক্ষে ৩-০ গোলের কাঙ্ক্ষিত জয়ে দ্বিতীয় ধাপে উঠেছে গোলাম রব্বানী ছোটনের দল। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে বাছাইয়ের দ্বিতীয় ধাপে উঠল লাল-সবুজ জার্সিধারীরা। যেখানে খেলা এরই মধ্যে নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন ও ভারত। মোট আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দ্বিতীয় পর্ব, সেখানে দুই গ্রুপের সেরা দুটি করে দল উঠবে চূড়ান্ত পর্বে। শুরু থেকে সিঙ্গাপুরের রক্ষণে চাপ দিতে থাকে বাংলাদেশ। কিন্তু পূজা-প্রীতিদের ছোটাছুটি ছিল মূলত বক্সের আশপাশে। মাঝেমধ্যে সিঙ্গাপুরও চেষ্টা করছিল উপরে উঠে খেলতে, কিন্তু তা ছিল না ভীতি ছড়ানোর মতো। বাংলাদেশ শুরুও করে দাপটের সঙ্গে। সিঙ্গাপুরের রক্ষণে চাপ দিতে থাকলে পূজা-প্রীতিদের ছোটাছুটি ছিল মূলত বক্সের আশপাশে। মাঝেমধ্যে সিঙ্গাপুর চেষ্টা করছিল উপরে উঠে খেলতে, কিন্তু তা ছিল না ভীতি ছড়ানোর মতো। চাপ ধরে রাখার ফল ২২ মিনিটে পেয়ে যায় বাংলাদেশ, পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন প্রীতি। তুর্কমেনিস্তানের বিপক্ষেও স্পট কিক থেকে লক্ষ্যভেদ করেছিলেন এই ফরোয়ার্ড। বিরতির আগে ব্যবধান দ্বিগুণের দুটি ভালো সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। কিন্তু একটি পোস্টের বাইরে এবং অন্যটি সিঙ্গাপুর গোলরক্ষক বরাবর মেরে নষ্ট করে মেয়েরা।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করে নেয় বাংলাদেশ। এবার নিখুঁত নিচু শটে লক্ষ্যভেদ করেন প্রীতি। বক্সে বল ক্লিয়ার করতে গিয়ে এই ফরোয়ার্ডকে গোলরক্ষক ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। ৬২ মিনিটে সুলতানা আক্তার জালের দেখা পেলে বাছাইয়ের প্রথম ধাপ পেরুনোর পথটা বাংলাদেশের জন্য মসৃণ হয়ে যায় আরো। প্রথম ম্যাচেও প্রবাসী বাংলাদেশি সমর্থকরা জালান বেসার স্টেডিয়ামে এসেছিলেন মেয়েদের অনুপ্রেরণা জোগাতে। সিঙ্গাপুর ম্যাচেও গ্যালারি ছিল লাল-সবুজ জার্সিধারীদের দখলে। ‘বাংলাদেশ, বাংলাদেশ’ স্লোগানে গ্যালারি মাতিয়ে রাখেন তারা। মেয়েদের মতো তারাও দারুণ জয়ের তৃপ্তি নিয়েই মাঠ ছেড়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত