ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

যুবাদের ব্যাটিং ধস

যুবাদের ব্যাটিং ধস

২১/৫ উইকেট! একশর আগে গুটিয়ে যাওয়ার শঙ্কায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। খাদের কিনার থেকে দলকে কক্ষপথে ফেরাতে কিছুক্ষণ লড়লেন শাহরিয়ার সাকিব ও পারভেজ রহমান। কোনোমতে দেড়শ’র কাছে গেল স্বাগতিকরা। পরে দারুণ ব্যাটিংয়ে চালকের আসনে বসল সফরকারীরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একমাত্র যুব টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে যায় স্রেফ ১৪৯ রানে। কোনো উইকেট না হারিয়ে ৭৬ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে পাকিস্তান। তারা পিছিয়ে ৭৩ রানে। সতীর্থদের ব্যর্থতার দিন সাকিব ও পারভেজ গড়েন ৮১ রানের জুটি। ৬ চারে ৪৮ রান করেন অধিনায়ক সাকিব। পারভেজের ব্যাট থেকে আসে ৮ চারে ৫৬। বাকিদের মধ্যে কেবল ওয়াসি সিদ্দিক ছুঁতে পারেন দুই অঙ্ক। পাকিস্তানের হয়ে দুর্দান্ত বোলিংয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন আমির হাসান। তিন শিকার মুহাম্মদ ইসমাইলের।

বিপাকে পড়া দলকে পথে ফেরাতে লড়াই শুরু করেন সাকিব (৪৮) ও পারভেজ (৫৬)। দলের রান একশ পার হতেই আমিরের বলে কট বিহাইন্ড হন সাকিব। অধিনায়কের বিদায়ের পর ৯৭ বলে ৭ চারে ৫০ স্পর্শ করেন পারভেজ। নিজের ইনিংসকে এরপর টেনে নিতে পারেননি তিনি। ওয়াহাজ রিয়াজের বলে পারভেজ আউট হলে আর বেশিদূর যেতে পারেনি বাংলাদেশ। শেষ দিকে ওয়াসি ১৮ রানের অপরাজিত ইনিংস খেললে দেড়শর কাছাকাছি পৌঁছায় স্বাগতিকরা। চারজন শূণ্য রানে আউট হয়েছেন। ব্যাটিংয়ে নেমে শেষ সেশনে কোনো বিপদ ঘটতে দেননি পাকিস্তানের দুই ওপেনার আজান আওয়াইস ও শাহজাইব খান। আজান ৩৬ ও শাহজাইব ৩৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত