নতুন দল খুঁজছে সাফ

প্রকাশ : ০১ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

২১ জুন ব্যাঙ্গালোরে শুরু হবে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে দক্ষিণ এশিয়ার ছয়টি দেশ ছাড়াও বাইরে থেকে আরও দুই দেশের অংশগ্রহণের কথা রয়েছে। সৌদি আরব ও মালয়েশিয়াকে আমন্ত্রণ জানানো হলেও তারা খেলতে অপারগতা প্রকাশ করেছে। আট দলের টুর্নামেন্ট করতে সাফ থেকে আরও বেশ কয়েকটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে জর্ডান, সিঙ্গাপুর, বাহরাইন, ইন্দোনেশিয়া, কুয়েত রয়েছে। আগামী ৬ মে ঢাকায় সাফের কংগ্রেস রয়েছে। সেখানে দল চূড়ান্ত করে ঘোষণা দেয়া হবে। তবে টুর্নামেন্টে এশিয়ার শক্তিশালী দল পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘ফিফা উইন্ডোর বাইরে হওয়ায় সৌদি আরব কিংবা মালয়েশিয়ার মতো দলকে পাওয়া যাচ্ছে না। সবারই ঘরোয়া লিগ রয়েছে। আমরা অন্যদেরও চেষ্টা করছি। এখন দেখা যাক কী হয়। কংগ্রেসের দিন ঠিক করবো কয়টি দল নিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ হবে।’ ৩ মে’র মধ্যে অন্তত একটি দেশ থেকে সম্মতি পেলে সাত দল নিয়ে টুর্নামেন্ট করার পরিকল্পনা সাফের।