ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জাতীয় দল ছাড়ছেন সিডন্স

জাতীয় দল ছাড়ছেন সিডন্স

জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ থাকছেন না জেমি সিডন্স, তবে তিনি কাজ করবেন ‘এ’ দল ও বাংলাদেশ টাইগার্সে। সোমবার নিজের অফিশিয়াল ফেইসবুক পেজে এই সিদ্ধান্তের কথা জানিয়ে সিডন্স বলেন, ‘সংক্ষিপ্ত ছুটির পর ঢাকায় ফিরেছি। এখন থেকে আমি আর বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করব না। বিসিবির সাথে কথা বলে তরুণ প্রজন্মের সাথে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশ ‘এ’ ও টাইগার্স দলের হয়ে কাজ করব। আমি মনে করি, তাদেরকে দেয়ার মতো আমার অনেক কিছুই আছে।’

২০২২ সালে বাংলাদেশ দলের সঙ্গে দ্বিতীয় দফায় যুক্ত হন সিডন্স। এর আগে প্রধান কোচের দায়িত্বে থাকা সিডন্সের এই দফায় দায়িত্ব বদলে যায়, তিনি হন ব্যাটিং কোচ। কিন্তু প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহে দ্বিতীয় বারের মতো টাইগারদের প্রধান কোচের দায়িত্ব নেয়ার পর তিনি সবদিকই (ব্যাট-বল) কমবেশি দেখতে থাকেন। এরই মধ্যে গত সোমবার হঠাৎ করে খবর আসে, আর ব্যাটিং পরামর্শকের ভূমিকায় থাকছেন না সিডন্স। পরবর্তীতে তিনি জুনিয়র টাইগারদের সঙ্গে যুক্ত হতে পারেন!

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে আভাস পাওয়া গেছে, সিডন্সকে এইচপি, বাংলা টাইগার্স ও ‘এ’ দলের সঙ্গে কাজ করার সুযোগ করে দিতে চায় তারা। একইসঙ্গে নিজের ফেইসবুক পোস্টেও সিডন্স জুনিয়র দলের সঙ্গে কাজ করার কথা জানান। যেখানে এসব ক্রিকেটারদের স্কিল ডেভেলপমেন্ট, উন্নতি এবং ট্রেনিংয়ের কথা বলা হয়েছে। জাতীয় দলের কোচ থেকে ব্যাটিং পরামর্শক ও বর্তমানে জুনিয়র দল মিলিয়ে বর্তমানে সিডন্স প্রসঙ্গ উঠে বারবার আসছে। আবার কি কখনো জাতীয় দলের দায়িত্বে দেখা যাবে সিডন্সকে? গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানান, আমাদের কোচ যারা আছেন, তাদের চাহিদা অনুযায়ী পরিবর্তন আসবে। এটা খুব দ্রুত বলা হয়ে যাবে। মাত্রই একটা পরিবর্তন হলো, এই মুহূর্তে বলা কঠিন। যখন দরকার হবে, তখন দেখা যাবে। আমাদের কোচ যারা আছেন তারা কী চাচ্ছেন এবং তাদের চাহিদা অনুযায়ীই এসব পরিবর্তন আসে। তাদের দিক থেকে যদি কোনো চাহিদা থাকে তাহলে দেখা যাবে।’ তরুণদের সঙ্গে সিডন্স কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন দাবি করে সুজন বলেন, ‘বিসিবির সঙ্গে সিডন্সের যে চুক্তি আছে, সেখানে বলা আছে, বিসিবির ক্রিকেট কোচ হিসেবে কাজ করবেন। আমরা তার সেবা বিভিন্ন পর্যায়ে নেব। আমাদের যখন যেখানে মনে করব তার সেবাটা দরকার সেখানে নেয়া হবে। শুরুতে তাকে আমাদের জাতীয় দলের সঙ্গে কাজ করতে দিয়েছিলাম। পরবর্তীতে জিমিও (সিডন্স) আগ্রহ দেখিয়েছে তরুণদের সঙ্গে কাজ করার। এ ব্যাপারে তিনিও কাজ করতে আগ্রহী।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত