ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নিগারদের টানা চার

নিগারদের টানা চার

উইমেন’স চ্যাম্পিয়নশিপে বৃষ্টি যেন বাংলাদেশ দলের পিছু ছাড়ছে না। আগের তিন ম্যাচে তাও মাঠে নামতে পেরেছিলেন নিগার সুলতানা, জাহানারা আলমরা। এবার সেটিও সম্ভব হয়নি। কলম্বোর পি সারা ওভালে মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বৃষ্টির কারণে টসও করা যায়নি। ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করায় পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল। বৃষ্টির বাগড়ায় এ নিয়ে চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের টানা ৪ ওয়ানডে নিষ্ফলা অবস্থায় শেষ হলো। গত ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরের শেষ দুই ওয়ানডের পর শ্রীলঙ্কায় দুই ম্যাচেও দাপট দেখাল বৃষ্টি। একই মাঠে গত শনিবার শ্রীলঙ্কা ৩৬.৪ ওভারে ৬ উইকেটে ১৫২ রান করার পর অঝোরে নামে বৃষ্টি। পাঁচ ম্যাচের চারটি পরিত্যক্ত হওয়ায় ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। আট ম্যাচে এক জয় ও দুই পরিত্যক্ত ম্যাচ থেকে ৪ পয়েন্ট পেয়ে বাংলাদেশের ঠিক নিচে শ্রীলঙ্কা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত