ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আবাহনীর সামনে রাসেল

শেখ রাসেল ১ : ০ রহমতগঞ্জ
আবাহনীর সামনে রাসেল

ফেডারেশন কাপের গত আসরেও কোয়ার্টার ফাইনালে দেখা হয়েছিল দুই দলের। ৭ গোলের রোমাঞ্চ ছড়ানো সেই ম্যাচে জয়ের আনন্দে মেতেছিল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। এবারের দেখায় তাদের হারিয়ে মধুর প্রতিশোধ নিল শেখ রাসেল ক্রীড়া চক্র। জায়গা করে নিল ফেডারেশন কাপের সেমিফাইনালে। মুন্সীগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে মঙ্গলবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে রহমতগঞ্জকে ১-০ গোলে হারিয়েছে শেখ রাসেল। তাতে সেমিফাইনালের লাইনআপও চূড়ান্ত হলো। আগামী ৯ মে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। সেরা চারের অপর ম্যাচে ১৬ মে প্রতিযোগিতার শিরোপাধারী আবাহনী লিমিটেডের বিপক্ষে খেলবে শেখ রাসেল।

গত আসরের রানার্সআপ রহমতগঞ্জের খেলা শুরু থেকেই ছিল বিবর্ণ। প্রিমিয়ার লিগ টেবিলে নবম স্থানে ধুঁকতে থাকা কামাল বাবুর দল তেমন কিছুই করতে পারছিল না। অবশ্য শেখ রাসেলও পারেনি আগ্রাসী ফুটবল উপহার দিতে। তেমন কোনো প্রতিরোধের মুখে না পড়া এমফন উদোহ বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে পড়েন অনায়াসে। এরপর কাট-ব্যাক করেন গোলমুখে। সেখানে কেনেথ ইকেচুকুও ছিলেন না কড়া পাহারায়। বুদ্ধিদ্বীপ্ত ফ্লিকে জাল খুঁজে নেন নাইজেরিয়ান ফরোয়ার্ড। শেষ পর্যন্ত হাসিমুখেই মাঠ ছাড়ে তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত