সময় বাড়ল তদন্ত কমিটির

প্রকাশ : ০৩ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ ইস্যুতে গঠিত তদন্ত কমিটি ছিল সেই সভার মূল আকর্ষণ, তাই সভা চলেছে আড়াই ঘণ্টারও বেশি সময়। আগের জরুরি সভায় গঠিত তদন্ত কমিটি থেকে এরইমধ্যে দুজন পদত্যাগ করেছেন। গতকালের সভায় বাকি সদস্যদের নিয়েই তদন্ত কমিটির কাজ চলমান রাখার সিদ্ধান্ত হয়েছে।

বাফুফের অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদকে আহ্বায়ক করে ১০ সদস্যের তদন্ত কমিটি হয়েছিল। দুই সদস্য পদত্যাগ করলেও, বাকিদের নিয়ে তদন্ত কার্যক্রম সম্পাদনের আশাবাদ এই সহ-সভাপতির। ‘আমাদের কমিটিতে যারা রয়েছেন তারা অত্যন্ত বিজ্ঞ এবং অভিজ্ঞ। তাদের নিয়ে আমরা শিগগিরই কাজ শুরু করব।’ ফিফা ২০১৭-২০ সাল পর্যন্ত বাফুফের আর্থিক বিষয়াদি নিয়ে তদন্ত করেছে। তদন্ত কমিটির আওতাধীন সময় সম্পর্কে আহ্বায়ক নাবিল বলেন, ‘আমরা প্রথম সভা করে একটি রূপরেখা করব। প্রথম সভার পরই আমাদের কর্মপদ্ধতি ও নানা বিষয় অবহিত করা হবে।’ বাফুফের বাইরের ব্যক্তিবর্গ বা প্রতিষ্ঠান দিয়ে তদন্তের কথা উঠলেও নিজেদের ওপরই আস্থা রাখতে চান বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন, ‘নাবিল একজন সংসদ সদস্য। তার উপর আস্থা রাখাই যায়।’ এই সময় স্বাধীন বা নিরপেক্ষ বলতে কি বোঝায় সেটা নিয়েও প্রশ্নকর্তাকে উল্টো প্রশ্ন রাখেন বাফুফে সভাপতি। বাফুফের আগের নির্বাহী সভায় এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা ছিল। সেই সভার পর এরইমধ্যে দুই সপ্তাহ পেরিয়ে গেছে। গতকালের নির্বাহী সভার পর আরো এক মাস সময় দেয়া হয়েছে। তদন্ত কমিটির প্রথম সভার পর থেকে কমিটির মেয়াদ থাকবে পরবর্তী ৩০ কর্মদিবস।