সাফে খেলবে কুয়েত

প্রকাশ : ০৪ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

সাফ চ্যাম্পিয়নশিপের প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে সৌদি আরব ও মালয়েশিয়াকে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে ছিল সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। কিন্তু মধ্যপ্রাচ্য ও আসিয়ান দেশ দুটি অংশ নিতে পারছে না জানানোয় দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এই টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা বাড়ানোর আশা মিইয়ে যাচ্ছিল সাফ কর্তাদের। অবশেষে তাদের প্রত্যাশা পূরণ করতে এগিয়ে এসেছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েত। বিষয়টি নিশ্চিত করেছেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল, ‘ফিফার নিষেধাজ্ঞা থাকায় খেলতে পারছে না শ্রীলংকা। তাই ২১ জুন ভারতের বেঙ্গালুরুতে শুরু হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপে সপ্তম দল হিসেবে খেলতে সম্মতি দিয়েছে কুয়েত। তাদের জাতীয় দলই আসবে বলে জানিয়েছে।