এখন শিরোপার হাসি জাভির

প্রকাশ : ০৪ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

স্প্যানিশ লিগে ছন্দছাড়া পারফরম্যান্স করেই চলেছে রিয়াল মাদ্রিদ। নিজেদের চেনা ছন্দে খেলতে না পারায় বার্সেলোনার সঙ্গে তাদের ইঁদুর দৌড় প্রতিযোগিতা যেন নিয়মিত দৃশ্যে পরিণত হয়ে ওঠে। তবে আগের ম্যাচ হেরে কার্লো আনচেলত্তির শিষ্যরা লা লিগার শিরোপা প্রায় হাতছাড়া করেই রেখেছিল। এবার বার্সেলোনার চ্যাম্পিয়ন হওয়ার পথ আরো সুগম করে দিল রিয়াল, সোসিয়েদাদের কাছে বার্নাব্যু বাহিনী ২-০ ব্যবধানে হেরে গেছে। ম্যাচ হারায় পয়েন্ট তালিকার তিনে নেমে যাওয়ার শঙ্কাও জেগেছে এখন। তৃতীয় স্থানে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদ মাত্র ২ পয়েন্ট পেছনে, ম্যাচও খেলেছে একটি কম। একই সময়ে মাঠে নেমেছিল বার্সেলোনা, তাদের চেয়ে রিয়াল বেশ পিছিয়ে ছিল। সেই ব্যবধান ধরে রাখতে ড্র যথেষ্ট ছিল জাভি হার্নান্দেজের দলের জন্য। তবে জয় হলে তো কথাই নেই। কষ্টের জয়ে সেটিই ধরে রাখল ক্যাম্প ন্যু বাহিনী। ৫ ম্যাচ বাকি রেখে রিয়াল মাদ্রিদের চেয়ে ১৪ পয়েন্টে এগিয়ে গিয়ে বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ বললেন, তাদের কাজ প্রায় শেষ।

পয়েন্ট তালিকায় ব্যবধান বেড়েছে আরো। ম্যাচ বাকি আছে স্রেফ আর ৫টি। শিরোপার অভিযানে সাফল্যরেখা এখন দেখতে পাচ্ছেন শাভি এর্নান্দেস। নিজেদের আরেকটি জয় আর চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের হারের পর বার্সেলোনা কোচ বলছেন, তাদের কাজ প্রায় শেষ। লা লিগার ম্যাচে গত মঙ্গলবার রাতে জর্দি আলবার গোলে ওসাসুনাকে হারায় বার্সেলোনা। একই দিনে অন্য ম্যাচে রিয়াল সোসিয়েদাদের কাছে ২-০ গোলে হেরে যায় রিয়াল। ৩৩ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট এখন ৮২, দুইয়ে থাকা রিয়ালের পয়েন্ট ৬৮। আপাতত তিনে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৩২ ম্যাচে ৬৬। আগে থেকেই অনেক এগিয়ে থাকা বার্সেলোনা এখন বলা চলে আরো ধরাছোঁয়ার বাইরে।