তিনজনের ধার ১৬ লাখ টাকা!

বাফুফের অডিট রিপোর্ট

প্রকাশ : ০৫ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ২০২১ সালে আর্থিক খাতে দেখা গেছে বিস্ময়কর তথ্য। যেখানে বাফুফেতে কাজ করা তিনজনের ধার দেখানো হয়েছে প্রায় ১৬ লাখ টাকা। তবে বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিনের ধার দেখানো হয়েছে মাত্র ৩৫ হাজার টাকা। ২০২২ সালে বাফুফের সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার আগে ২০২১ সালের অডিট রিপোর্ট প্রকাশ করা হয়। সেখানে বাফুফের দেনা দেখানো হয়েছে ৩ কোটি ৩৩ লাখ ৭৬ হাজার ৬৯৯ টাকা। এ দেনার মধ্যে বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের একারই পাওনা ছিল প্রায় ৫ লাখ টাকা। তবে বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিনের দেনা দেখানো হয়েছে মাত্র ৩৫ হাজার টাকা। গত বছর শতাধিক কাউন্সিলরের উপস্থিতিতে অডিট রিপোর্ট অনুমোদিত হয়েছে। নির্বাহী কমিটি, কাউন্সিলরদের চোখে বিষয়টি এতদিন সেভাবে ধরা পড়েনি। গত পরশু বাফুফের নির্বাহী কমিটির সভায় বেতনভুক্ত স্টাফদের ফেডারেশনে ধার দেয়ার বিষয়টি আলোচিত হয়। সবচেয়ে বেশি বিস্ময়ের কথা হচ্ছে, সে অডিট রিপোর্টে বাফুফে সভাপতির ধার মাত্র ৩৫ হাজার, তবে দুই স্টাফের ধার সেখানে প্রায় ১৬ লাখ টাকা। ২০২১ সালে কাজী সালাহউদ্দিনের ধার মাত্র ৩৫ হাজার টাকা হলেও, বিগত বছরগুলোর আর্থিক রিপোর্টে কয়েক লাখ টাকা পর্যন্ত ধার দেখানো হয়েছে তার। এ নিয়ে সালাউদ্দিন বলেছেন, তিনি ফেডারেশনকে বছরে বেশ কয়েক বারই ব্যক্তিগতভাবে ধার দেন।