বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের ১৫তম রাউন্ডে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংস। হোম ম্যাচে কিংসরা ৪-০ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে। কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ঢাকা আবাহনী ৪-১ গোলে হারিয়েছে পুলিশ ফুটবল ক্লাবকে। ১৪ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা আর দ্বিতীয় স্থানে ঢাকা আবাহনীর পয়েন্ট ৩০। মুক্তিযোদ্ধার বিপক্ষে আগের ম্যাচে হেরেছিল ঢাকা আবাহনী। গতকাল অবশ্য জয়ের ধারায় ফিরেছে। কুমিল্লায় ম্যাচের ৩৬ মিনিটে পেনাল্টি থেকে রাফায়েল অগাস্তো এগিয়ে দেন আবাহনীকে। চার মিনিট পর মরিল্লোর জোগান দেয়া বলে গোল করে দলকে সমতায় ফেরান পুলিশের ফরোয়ার্ড জিল্লুর রহমান। বিরতির পর আবাহনী আক্রমণ বাড়ায়। ৫৪ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিম, ৬৫ মিনিটে আবাহনীর সোহেল রানা এবং ৭৬ মিনিটে এমেকা ওগবোগ গোল করলে আবাহনী ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।
দাপুটে জয় পেয়েছে ঘরোয়া ফুটবলের অন্যতম শক্তিধর দুই দল বসুন্ধরা কিংস ও ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী লিমিটেড। গতকাল শুক্রবার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২-২ গোলে ড্র করেছে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে। কিংস অ্যারেনায় ৪২ মিনিটে ডান প্রান্ত থেকে বিশ্বনাথের ক্রস বক্সে পেয়ে বা পায়ের শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফুটবলার মিগেল দামাসেনা। ৫২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আরেক ব্রাজিলিয়ান ডরিয়েলটন। ৭৬ মিনিটে মিগেলের বাড়িয়ে দেয়া বল নিয়ে বক্সে ঢুকে ডরিয়েলটন অরক্ষিত পোস্টে দ্রুত গতিতে বল পাঠিয়ে নিজের গোলের জোড়া পূর্ণ করেন। ৮০ মিনিটে বক্সের বাইরে থেকে বা পায়ের শটে মিগেলও নিজের জোড়া গোল করে ৪-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন।
অন্যদিকে, গোপালগঞ্জে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২-২ গোলে ড্র করেছে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে। ৫২ মিনিটে মোস্তফা খারাবার গোলে লিড নেয় চট্টগ্রাম। পরের মিনিটেই গাম্বিয়ান সুলেমান সিল্লাহর গোলে ম্যাচে সমতা আনে শেখ জামাল। ৮৪ মিনিটে ইকবাল হোসাইন আবারো এগিয়ে দেন চট্টগ্রাম আবাহনীকে। ইনজুরি সময়ে স্টেওয়ার্টের গোলে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় জামাল। ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে ক্লাবটি।