উশুর উন্নয়নে চীনের উপহার

প্রকাশ : ০৬ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

চীনে উশু খেলা বেশ জনপ্রিয়। বাংলাদেশের এই খেলাকে এগিয়ে নিতে চীন সরকার সহযোগিতা করে, মাঝেমধ্যে ক্রীড়া সরঞ্জামও দিয়ে থাকে। এবার তো চীন থেকে এক কোটি টাকারও বেশি মূল্যের খেলার সরঞ্জাম উপহার পাচ্ছে উশু ফেডারেশন। এরই মধ্যে সরঞ্জামগুলো ফেডারেশনের গোডাউনে রাখা হলেও শিগগিরই তা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। ঈদের আগের দিনই খেলার সরঞ্জাম ফেডারেশনের গোডাউনে এনে রাখা হয়েছে। এরমধ্যে রয়েছে খেলার ম্যাট, সোর্ডসহ আরো অনেক কিছু। বাংলাদেশ ফেডারেশনের সাধারণ সম্পাদক দুলাল হোসেন জানান, ‘চীন থেকে আমরা এর আগেও ৬৫ লাখ টাকার সরঞ্জাম পেয়েছিলাম। এবার অনেক কিছুই দেয়া হচ্ছে। আমরা তা নিজেরা আনতে গেলে গেলে ট্যাক্স মিলিয়ে এক কোটি টাকার বেশি ব্যয় হতো। এখন তা সৌজন্য হিসেবে পেয়েছি। চীনা দূতাবাসে জায়গা না থাকায় আমাদের এখানে রাখা হয়েছে। সামনে কোনো অনুষ্ঠানের মাধ্যমে তা ব্যবহার করতে পারব।