ঢাকা ১১ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সাফের শূন্য পদে নির্বাচন

সাফের শূন্য পদে নির্বাচন

আগামী ৬ মে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) বার্ষিক সাধারণ সভা (কংগ্রেস) ঢাকায় অনুষ্ঠিত হবে। সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল জানিয়েছেন, নিয়মিত এজেন্ডার পাশাপাশি নির্বাহী কমিটির শূন্য পদগুলোয় নির্বাচনও অনুষ্ঠিত হবে এই কংগ্রেসে।’ গত বছর ২ জুলাই সাফের নির্বাচনী বার্ষিক সাধারণ সভা হয়েছিল। তখন দুইটি সহ-সভাপতিসহ কয়েকটি পদে নির্বাচন হয়নি ভারত ও পাকিস্তান কংগ্রেসে যোগ দিতে না পারায়। তখন পাকিস্তান ছিল ফিফার নিষেধাজ্ঞায়। ভারতও ছিল কমিটি গঠন নিয়ে ফিফার চোখ রাঙানির মধ্যে। পরে ভারত কিছুদিন ছিল ফিফার নিষেধাজ্ঞায়। আনোয়ারুল হক হেলাল জানিয়েছেন, ‘দুটি ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে মালদ্বীপ ও নেপাল আগ্রহ প্রকাশ করেছে। এই দুটি দেশই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারে।’

সাফ থেকে একজন প্রতিনিধি মনোনয়ন দেওয়া হয় এএফসিতে। এ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক। এর বাইরে একজন নারী সদস্যও নির্বাচিত হবেন। এরপরও দুটি সদস্য পদ শূন্য থাকবে। কারণ, শ্রীলঙ্কা আছে ফিফার নিষেধাজ্ঞায় এবং পাকিস্তানের কোনো কমিটি নেই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত